২৫০ টাকা রোজগার! রণবীরকে দেখে চোখে জল নীতুর

Nov 11, 2024 | 3:44 PM

Bollywood: প্রথা ভেঙে সকলের নজর কেড়েছিলেন করিশ্মা কাপুর ও করিনা কাপুর। আর বর্তমানে এই পরিবারের নারী-পুরুষ কম বেশি সকলেই অভিনয় জগতের সঙ্গে কম বেশি যুক্ত। আর সেই পরিবারের সুযোগ্য পুত্র রণবীর কাপুর এখন বংশের মুখ উজ্জ্বল করে চলেছেন।

২৫০ টাকা রোজগার! রণবীরকে দেখে চোখে জল নীতুর

Follow Us

নীতু কাপুর। বরাবরই তিনি দর্শক মহলের বেশ পছন্দের। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। একটা সময় কাপুর পরিবারের বউ হয়ে সিনেজগত থেকে কিছুটা সরে দাঁড়িয়েছিলেন। যদিও একটা বয়সের পর আবারও তিনি পর্দার সামনে। কাপুর পরিবারের মেয়ে থেকে বউয়েরা, একটা সময় অভিনয় করলেও পরবর্তীতে ছাড়তে হয়েছিল। যদিও সেই প্রথা ভেঙে সকলের নজর কেড়েছিলেন করিশ্মা কাপুর ও করিনা কাপুর। আর বর্তমানে এই পরিবারের নারী-পুরুষ কম বেশি সকলেই অভিনয় জগতের সঙ্গে কম বেশি যুক্ত। আর সেই পরিবারের সুযোগ্য পুত্র রণবীর কাপুর এখন বংশের মুখ উজ্জ্বল করে চলেছেন।

একের পর এক হিট তাঁর ঝুলিতে। করেছেন বিয়ে, আলিয়া ভাটের সঙ্গে পেতেছেন সংসারও। যদিও মাঝে মধ্যে তাঁদের পরিবার নিয়েও নানা জনের নানা মত সামনে উঠে আসতে দেখা যায়। রণবীর কাপুর ও তাঁর মায়ের সম্পর্ক বেশ ভাল। বরাবরই মায়ের প্রিয় সে। একাধিকবার মিলেছে তার প্রমাণও। রণবীর কাপুর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ১৯৯৬ সালে তাঁর প্রথম ক্যামেরার সামনে আসা। ছবির নাম প্রেম গ্রন্থ। যে ছবিতে ছিলেন তাঁর বাবা ঋষি কাপুর ও মাধুরী দীক্ষিত। সেখানেই এক ছোট্ট চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন তিনি। যার বিনিময়ে পেয়েছিলেন ২৫০ টাকার পারিশ্রমিকও। সেই টাকা নিয়ে সোজা সে চলে যায় মায়ের কাছে। মায়ের পায়ে সে টাকা রেখে দেন অভিনেতা। যা দেখে রীতিমত চোখে জল চলে আসে নীতু কাপুরের।

এখানেই শেষ নয়, তাঁর ও নীতু কাপুরের সম্পর্কের ভিত এতটাই মজবুত যে আজও মাঝে মধ্যে তাঁদের হাত ধরে একসঙ্গে দেখা যায়। যখন হয়তো পাশে উপস্থিত থাকা আলিয়া ভাট আলাদা একাই হেঁটে থাকেন। তা নিয়ে যদিও একশ্রেণি ট্রোল করতেও পিছপা হন না।

Next Article