‘নগ্ন হয়ে বিছানায়…,’ শাহিদের বেডরুম রহস্য জানলে চমকে উঠবেন

Shahid kapoor Secret: কবীর সিং ছবি দিয়ে শুরু হয়েছে তাঁর বক্স অফিস সাকসেসের নয়া সফর। তারপর থেকেই তাঁকে নিয়ে দর্শক মনে নয়া উত্তেজনা। তবে পর্দার কবীর সিং বাড়িতে কেমন জানেন? তাঁর কথায় বাড়িতে মীরাই সব।

'নগ্ন হয়ে বিছানায়...,' শাহিদের বেডরুম রহস্য জানলে চমকে উঠবেন
Follow Us:
| Updated on: Apr 08, 2024 | 5:34 PM

শাহিদ কাপুর ও মীরা রাজপুত, বলিউডের অন্যতম চর্চিত জুটি। মাঝে মধ্যেই তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। মীরা রাজপুত ও শাহিদ সিনেমা সূত্রেই একে অন্যের কাছে এসেছিলেন। তবে বিয়ের পর ছবির জগত থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নিয়েছেন মীরা। তবে শাহিদ কাপুর যেন নতুন করে বলিউড কাঁপাচ্ছেন। কবীর সিং ছবি দিয়ে শুরু হয়েছে তাঁর বক্স অফিস সাকসেসের নয়া সফর। তারপর থেকেই তাঁকে নিয়ে দর্শক মনে নয়া উত্তেজনা। তবে পর্দার কবীর সিং বাড়িতে কেমন জানেন? তাঁর কথায় বাড়িতে মীরাই সব।

মীরার কথাতেই বাড়িতে সমস্ত কিছু হয়। তবে মজা করে জানান, বেডরুমে সবটা হয় তাঁর ইচ্ছেতেই। কফি উইথ করণে এসে বলেছিলেন ভয়ানক কথা। তিনি ও তাঁর স্ত্রী নাকি রাতে নগ্ন হয়ে ঘমতে যান। রাতে তাঁরা এভাবেই ঘুমতে পছন্দ করেন, বলতেই অবাক হয়ে গেলেন করণ জোহর। তবে একবার নয়, একাধিকবার এই তথ্য জানিয়েছেন শাহিদ কাপুর। যাতে লজ্জা পেলেও সম্মতি জানান মীরা। প্রতিবাদ করতে একবারও দেখা যায়নি তাঁকে। তবে এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন বহুদিন ধরেই ভক্তরা। যদিও ভাল কাজ পেলে মীরা ফিরতে প্রস্তুত, তাও জানিয়ে দিয়েছেন।

শাহিদ কাপুর ও মীরা রাজপুতের মধ্যে সম্পর্কের সমীকরণ কতটা মজবুত, তা নিয়ে খুব বেশি সন্দেহ কারও মনেই নেই। কারণ একটাই, মীরা যেভাবে সংসার সামলাচ্ছেন, যেভাবে তিনি সব কিছু থেকে নিজেকে সরিয়ে কেবল শাহিদের সঙ্গে সংসার পাতাটাকেই প্রাধান্য দিয়েছেন, তাতে বোঝাই যায়, তাঁরা নিজেদের মতো একটা জগত তৈরি করে নিয়েছেন। এবং সেখানে তাঁরা দিব্য়ি রয়েছেন।