সময়ের আগে জন্ম, মাত্র ১.৫ কিলো ওজন ছিল আব্রামের, হয় প্রাণ সংশয়ও; হাসপাতালে দুশ্চিন্তায় রাত কাটত গৌরীর

Gouri Khan-Abram: দুই সন্তানের পর কেন তৃতীয় সন্তানের দরকার পড়েছিল শাহরুখ-গৌরীর। সিদ্ধান্ত নিতে সময় লেগেছিল অনেক। কিন্তু চেষ্টার কমতি ছিল না। টানা দু'বছর ব্যর্থ চেষ্টা এবং গৌরীর অগুনতিবার গর্ভপাতের পর সিদ্ধান্ত হয় সারোগেসির মাধ্যমেই জন্ম হবে সন্তানের। হলও তাই। আব্রাম ভূমিষ্ঠ হল। কিন্তু জন্মের সময় ঘটে যায় বিপত্তি।

সময়ের আগে জন্ম, মাত্র ১.৫ কিলো ওজন ছিল আব্রামের, হয় প্রাণ সংশয়ও; হাসপাতালে দুশ্চিন্তায় রাত কাটত গৌরীর
গৌরী এবং আব্রাম।

|

Jan 10, 2024 | 1:41 PM

এক কন্যা সুহানা এবং এক পুত্র আরিয়ানের জন্মের অনেকগুলো বছর পর শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী খান সিদ্ধান্ত নিয়েছিলেন আরও এক সন্তানের পিতা-মাতা হবেন তাঁরা। তাঁদের এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করে নিয়েছিলেন সুহানা-আরিয়ান। কিন্তু সমস্যা তৈরি করেছিল গৌরীর স্বাস্থ্য। ৪০ বছর পেরিয়েছিলেন তিনি। শরীরে আরও এক সন্তান ধারণের ক্ষমতাও লোপ পেয়েছিল। তবুও টানা দু’বছর চেষ্টা চালিয়েছিলেন শাহরুখ-গৌরী। বারংবারই ব্যর্থ হয়েছিলেন। অগুনতিবার গৌরীর গর্ভপাত হয়েছিল। সেই সময় সন্তান দত্তক নেওয়ার কথাও ভেবেছিলেন এই তারকা দম্পতি। কিন্তু বন্ধু সলমন খানের পরামর্শে সারোগেসির মাধ্যমে ‘বায়োলজিক্যাল’ সন্তান জন্মের সিদ্ধান্ত নিয়েছিলেন শাহরুখ-গৌরী। যে ক্লিনিকের তদারকিতে আব্রামের জন্ম, সেই একই ক্লিনিকে সলমনের ভাইয়ের ‘সারোগেসি’ সন্তান জন্মেছিল। কৃত্রিম উপায়ে সন্তানের আসল বাবা-মা হওয়ার এই পদ্ধতিকে আপন করে নিয়েছিলেন কিং খান এবং তাঁর পত্নি।

আব্রামের জন্মের সময় শাহরুখ এবং গৌরী একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করেছিলেন। তা হল, সেই মহিলার পরিচয়, যিনি আব্রামকে জন্ম দেবেন। খুবই লুকিয়ে রাখা হয় বিষয়টাকে। শেষে জন্ম হয় ফুটফুটে আব্রামের। কিন্তু জন্মের সময়ও বিপত্তি ঘটেছিল। আব্রাম প্রি-ম্যাচিওর বেবি। অর্থাৎ, জন্মের নির্ধারিত সময়ের অনেক আগে ভূমিষ্ঠ হয়েছিল সে। প্রাণ সংশয় তৈরি হয়েছিল। এবং তাঁর ওজনও ছিল খুবই কম। মাত্র ১ কিলো ৫০০ গ্রাম। এই পরিস্থিতিতে আব্রামের সুস্থতা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছিল সন্তান অন্তঃপ্রাণ শাহরুখ এবং গৌরীর কপালে।

টানা একমাস হাসপাতালে বিশেষ যত্নে রাখা হয়েছিল খান পরিবারের কনিষ্ঠ শেহজ়াদা আব্রামকে। তারপরই তাকে মন্নতে নিয়ে যেতে পেরেছিলেন খানেরা। সেই সময় দিনরাত এক করে হাসপাতালেই পড়ে থাকতেন গৌরী। ২৪ ঘণ্টাই নজর রাখতেন পুত্রের উপর।

দেখতে-দেখতে ১১ বছর বয়স হয়ে গিয়েছে আব্রামের। ২০১৩ সালের ২৭ মে আব্রামের জন্ম হয়। মুম্বইয়ে আম্বানিদের স্কুলে পড়াশোনা করে সে। কিছুদিন আগেই ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের কন্যা আরাধ্যার মতোই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে মঞ্চে অভিনয় করেছেন আব্রাম। দিদি সুহানা এবং দাদা আরিয়ানের সঙ্গেও দারুণ ভাব আব্রামের। ছোট ছেলেকে চোখে হারান শাহরুখ। সুহানা-আরিয়ানের কথা মতোই আব্রামের জন্য শাহরুখ ফের ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো ছবিতে অভিনয় করলেন, যাতে ছোট ছেলে বাবার রাজত্ব এবং জনপ্রিয়তা দেখতে পায়, যা সুহানা-আরিয়ান দেখেছেন ছোটবেলায়।