আমির খানের লাভ লাইফ বরাবরই চর্চার বিষয়। কখনও প্রীতি জিন্টার সঙ্গে জড়িয়েছে নাম আবার কখনও বা ফতিমা সানা শেখকে নিয়েও শোনা গিয়েছে গুঞ্জন। তবে জানেন কি আমির খানের বিরুদ্ধে উঠেছিল বিস্ফোরক এক অভিযোগ। সাংবাদিকের সঙ্গে দিনের পর দিন সহবাসের গুঞ্জন শোনা গিয়েছিল তাঁকে ঘিরে। শোনা যায়, সেই সম্পর্কে নাকি এক পুত্র সন্তানের বাবাও হন আমির। ছেলের নাম রাখা হয় জান। তারপর? কী ঘটেছিল? সেই জানই বা কী করে এখন? বলিপাড়ার গুঞ্জন বলে ব্রিটিং সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে একসময় সম্পর্কে ছিলেন আমির। তাঁরা নাকি একসঙ্গে থাকতেনও। শোনা যায়, এমতাবস্থাতেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন জেসিকা।
সে সময় সন্তান চাননি আমির। সম্পর্কে থাকতে গেলে নাকি সন্তান নষ্ট করতে হবে– এমনটাই শর্ত দেন আমির খান, জানিয়েছিল জেসিকার ঘনিষ্ঠ মহল। সম্পর্ককে জলাঞ্জলি দিয়ে জেসিকা চেয়েছিলেন সন্তানকে বাঁচাতে। ছেলের জন্ম হয়। নাম রাখেন জান। পরবর্তীতে জেসিকা অভিযোগ করেন, প্রেগন্যান্সির সময়ে তাঁর একবারও খোঁজ নেননি আমির। সন্তান হিসেবে কোনওদিন মান্যতাও দেননি জানকে। গুজব বলে উড়িয়ে দেন লগন অভিনেতা।
সম্পর্ককে জলাঞ্জলি দিয়ে জেসিকা চেয়েছিলেন সন্তানকে বাঁচাতে। ছেলের জন্ম হয়। নাম রাখেন জান। পরবর্তীতে জেসিকা অভিযোগ করেন, প্রেগন্যান্সির সময়ে তাঁর একবারও খোঁজ নেননি আমির। সন্তান হিসেবে কোনওদিন মান্যতাও দেননি জানকে। গুজব বলে উড়িয়ে দেন লগন অভিনেতা। জান আমির-জেসিকার ‘লাভ চাইল্ড’ই কিনা তা নিয়ে আজও ধোঁয়াশা, তবু তাঁর মুখের গঠন-হাসির যে অনেকটাই মিল রয়েছে আমির খানের সঙ্গে সে কথা স্বীকার করেছেন খোদ আমির ভক্তও।