জানেন প্রসেনজিতের নাম ‘বুম্বা’ কেন? সে এক মজার গল্প

'ছোট্ট জিজ্ঞাসা' ছবি মুক্তি পেয়েছিল ১৯৬৮ সালে। তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বয়স মাত্র ৫ বছর, কিছু মাস। সেই অভিনেতার সঙ্গে পরিচয় সকলের। তারপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়ে উঠেছিলেন টলিপাড়ার একটা অধ্যায়ের নাম। তিনি পর্দায় থাকা মানে আজও দর্শক মনে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। 

জানেন প্রসেনজিতের নাম বুম্বা কেন? সে এক মজার গল্প

Jun 09, 2025 | 2:54 PM

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিপাড়ার তিনিই ইন্ডাস্ট্রি। যদিও ‘ইন্ডাস্ট্রি’ তকমাটা মোটেও তাঁর পছন্দ নয়। একাধিক সাক্ষাৎকারে তিনি খোলসা করেছেন, এটা একটা ছবির সংলাপ মাত্র। যদিও সাধারণ মানুষ তাঁকে যেন এই তকমা দিতেই বেশি পছন্দ করেন। ‘অটোগ্রাফ’ ছবির পর এটাই ট্রেন্ড। তবে তিনি কাছের মানুষদের কাছে শুধুই বুম্বা কিংবা বুম্বাদা। অনেকেই মনে করেন এটাই হয়তো তাঁর ডাক নাম। তবে এই নামের পিছনে রয়েছে এক মজার গল্প।

অভিনেতা বনি সেনগুপ্তের প্রশ্নে একবার তা খোলসা করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বনি প্রশ্ন করেন, “বুম্বাদা নামটা এলো কোথা থেকে? কে প্রথম এই নামটা দিয়েছিল আপনাকে?” উত্তরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, “বিষয়টা ছিল মজার। আমি ছোটবেলায় বুম-বুম করতাম। যে কোনও বাচ্চারাই এমনটা করে। আর আমার বাবা (বিশ্বজিৎ চট্টোপাধ্যায়) ফিরে এসে ‘বা’ বলতেন। ওটা একটা খেলা হতো। আমার আর বাবার মধ্যে। এটা করতে-করতে বুম্বা নামটা তৈরি হয়। ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবির সময় বুম্বা নামটা ব্যবহার হয়েছিল। আর আমি এত ছোট ছিলাম, যে অন্য কোনও নাম ব্যবহার করলে, আমি তো সাড়াই (প্রতিক্রিয়া) দিতাম না।”

তারপর থেকেই ছড়িয়ে যায় বুম্বা নামটা। আজও তিনি সকলের প্রিয় বুম্বাদা। এই নামটাই থেকে গিয়েছে নায়কের সঙ্গে। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কেটে গিয়েছে তাঁর বহু বছর। ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবি মুক্তি পেয়েছিল ১৯৬৮ সালে। তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বয়স মাত্র ৫ বছর, কিছু মাস। সেই অভিনেতার সঙ্গে পরিচয় সকলের। তারপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়ে উঠেছিলেন টলিপাড়ার একটা অধ্যায়ের নাম। তিনি পর্দায় থাকা মানে আজও দর্শক মনে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে।