ধ্রুব রাঠি, সোশ্যাল মিডিয়ায় যাঁর দাপট চোখে পড়ার মত। লাখ লাখ তাঁর ফলোয়ার। তাঁর বিভিন্ন ভ্লগের মধ্যে অন্যতম হল বিশেষত্ব হল সামাজিক-রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিয়ো। যে পর্বগুলো মুহূর্তে মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়। ধ্রুব রাঠি ট্রাভেল করতে ভীষণ পছন্দ করেন। তবে সঙ্গে কখনই ভোলেন না নিজের গ্রিনস্ক্রিন সঙ্গে নিতে। কারণ একটাই। তাঁর নিত্য বিশ্লেষণমূলক ভিডিয়ো। সকালে বেশ কিছুক্ষণ কী বিষয় নিয়ে ভিডিয়ো বানাবেন, তা নিয়ে লেখাপড়া করে থাকেন। তারপর যেখানেই সুযোগ পান, পিছনে গ্রিনস্ক্রিনটা খুলে বসে ভিডিয়ো বানিয়ে নেন।
ভিডিয়ো ছাড়ার বিষয় কোথাও কোনও খামতি নেই। তাঁর ইউটিউব চ্যানেলে মোটের ওপর ফলোরায় সংখ্যা এক কোটির বেশি। ১০.৬ মিলিয়ন। ফলে এক একটি ভিডিয়ো মিলিয়ন অর্থাৎ ১০ লাখ ভিউ পেতে খব একটা সময় নেয় না। তাই আয় তাঁর নেহাতই কম নয়। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৭ কোটি টাকা। তাঁর মাস গেলে আয় প্রায় ৪৮ লাখ টাকা। ২০২৩ সাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তাঁর এটাই সম্পত্তির পরিমাণ। বয়স বর্তমানে ২৯ বছর।
ধ্রব রাঠি জার্মান বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন। তিনি প্রাথমিকভাবে একটি ফেল খবরের ইউটিউব চ্যানেল বানায়, যেখানে ভুয়ো খবরগুলো মজার ছলে তুলে ধরা হত। ২০১৩ সালে তিনি প্রথম নিজের চ্যানেল খোলেন। এরপর ২০১৪ সালে নরেন্দ্রমোদী জয় যুক্ত হওয়ার সময় থেকেই তিনি রাজনীতির সমীকরণ নিয়ে কথা বলতে থাকেন। এবং দ্রুত জনপ্রিয় হয়ে যান। এরপরই তিনি একাধিক চ্যানেল খোলেন। তবে তাঁর প্রাথমিক চ্যানেল ধ্রুব রাঠিই দর্শক দরবারে ব্যপক মান্যতা পায়।