আসছে হরর কমেডি ছবির ‘ইউনিভার্স’, শ্রদ্ধা-বরুণের পর এবার পর্দায় সঞ্জনা সঙ্ঘী
সঞ্জনার আগে ‘মান্ঝা’ ছবি নিয়ে আলিয়ার সঙ্গে কথা বলা হয়, তবে আলিয়া ছবি নিয়ে কোনও আগ্রহ দেখাননি।
দীনেশ বিজন প্রযোজিত ছবি ‘স্ত্রী’ হরর কমেডি ফিল্ম বলিউডে এক মাইলফলক হয়ে থেকে গিয়েছে। পুরুষতান্ত্রিক সমাজে ছবির বিষয়বস্তু ছিল এক সজোর ধাক্কা।‘স্ত্রী’-এর সাফল্যের পর দীনেশ জানিয়ে দেন হরর-কমেডি ইউনিভার্স তৈরি করার দিকে এগচ্ছেন তিনি। পরের মাসে ফের মুক্তি পেতে চলেছে আরও এক হরর কমেডি। রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর অভিনীত ‘রুহি’। আর ২০২২-এ বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন অভিনীত ‘ভেড়িয়া’ মুক্তি পাবে। পরিচালনায় ‘স্ত্রী’, ‘বালা’ খ্যাত পরিচালক অমর কৌশিক।
আরও পড়ুন ভয়ঙ্কর ঝামেলা! শেষ পর্যন্ত ‘কহো না পেয়ার হ্যায়’ করেননি করিনা
একের পর এক হরর কমেডি ছবি নিয়ে ভাবছেন প্রযোজক। শোনা যাচ্ছে ‘স্ত্রী’য়ের প্রিক্যুয়েল নিয়েও কথা চলছে। ছবির নাম ‘মান্ঝা’। সূত্রের খবর, ‘দিল বেচারা’ খ্যাত সঞ্জনা সঙ্ঘী অভিনয় করতে চলেছেন ছবিতে।
‘মান্ঝা’ একেবারে পৃথক একটি ফিল্ম। দীনেশ বিজন ছবিগুলো এমনভাবে তৈরি করতে চলেছেন, যেখানে প্রতিটি চরিত্র বিভিন্ন সময়ে একে অপরের সঙ্গে কানেক্ট হয়ে পড়ে।
View this post on Instagram
ঠিক যেমন রোহিত শেট্টি ‘সিম্বা’, ‘সূর্যবংশী ’, ‘সিঙ্ঘম’ ছবিগুলোর মাধ্যমে পুলিশদের নিয়ে একের পর এক ছবি তৈরি করে চলেছেন।
এও শোনা যাচ্ছে সঞ্জনার আগে ‘মান্ঝা’ ছবি নিয়ে আলিয়ার সঙ্গে কথা বলা হয়, তবে আলিয়া ছবি নিয়ে কোনও আগ্রহ দেখাননি।
‘মান্ঝা’ ছবিটির পরিচালক শ্রীরাম রাঘবনের সহকারী পরিচালক যোগেশ চন্দ্রশেখর। অন্যদিকে ক্রিয়েটিভ প্রোডিউসার হয়ে কাজ করবেন ‘স্ত্রী’-এর পরিচালক অমর কৌশিক। যিনি বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ভেড়িয়া’র পরিচালক। সম্প্রতি রিলিজ করেছে ‘ভেড়িয়া’-র টিজার। ‘ভেড়িয়া’-র টিজার শেয়ার করে শ্রদ্ধা লিখেছেন ‘স্ত্রী-র দুনিয়ায় স্বাগত’। ছবিতে বরুণ-কৃতি ছাড়াও আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দীপক দোব্রিয়াল এবং আরও অনেকে।
View this post on Instagram