সিটি বাজিয়ে কাকে এবার হৃদয় দিয়ে ফেললেন ভাইজান ?

জোর সিটি বাজিয়েছেন সলমন খান।

সিটি বাজিয়ে কাকে এবার হৃদয় দিয়ে ফেললেন ভাইজান ?
সলমন।
Follow Us:
| Updated on: Apr 30, 2021 | 2:59 PM

সলম খান অভিনীত রাধে: ‘ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর প্রথম ভিডিয়ো গান রিলিজ হতে না হতে এল নতুন গান। প্রথমটিতে জোর সিটি বাজিয়েছেন সলমন খান। এবার তিনি হৃদয় দিয়ে দিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। গানের নাম ‘দিল দে দিয়া’। সলমন-জ্যাকলিন নন, ভিডিয়োতে দেখা যাচ্ছে রণদীপ হুডাকে। গানটি লিখেছেন শাব্বির আহমেদ। গেয়েছেন পায়েল দেব এবং কমল খান। সুর করেছেন হিমেশ রেশমিয়া।

 

আরও পড়ুন দূরত্ব বাড়ল হেমা-ধর্মেন্দ্রর মধ্যে,কেন জানেন?

 

‘জুম্মে কি রাত’ ও ‘হ্যাংওভার’ গানের সেই জুটিকে দেখা গেল রাধের নতুন গানে। ওই দুই গানের দৃশ্যের মতো সেট সাজানো হয়েছে এ গানেও। নিজের নাচের স্টেপ আরও একবার মন কাড়লেন ভাইজান। রণদীপও কোমড় দুলিয়েছেন ‘দিল দে দিয়া’-তে।

কিছুদিন আগে প্রকাশিত ‘রাধে’র ট্রেলারে খান ভক্তদের কাছ থেকে অগাধ ভালোবাসা পেয়েছেন সল্লমু মিঞা। ‘দাবাং’-এর স্টান্ট এবং সংলাপের রেশ টেনে নতুন এই ছবি। অনেকেই মনে করছেন, রাধে তাঁর আগের ছবি ‘ওয়ান্টেড’ এবং ‘দাবাং’-এর মিশ্রণ।

 

 

সলমান খান এবং পরিচালক প্রভুদেবা আগেও একসঙ্গে ছবি করেছেন। অন্যদিকে ‘ভারত’ ছবিতে দিশা পাটানি এবং সলমন কিছুক্ষণের জন্য হলেও শেয়ার করেছেন স্ক্রিন।

‘রাধে’ নির্মাতারা নিশ্চিত করেছেন যে দেশে একাধিক প্ল্যাটফর্মে একসঙ্গে মুক্তি পেতে চলেছে প্রথম ভারতীয় ফিল্মটি। ১৩ ই মে প্রেক্ষাগৃহগুলিতে রিলিজ হবে ছবি। একই দিনে জি-ফাইভে এ পে পার ভিউয়ের মাধ্যমে স্ট্রিমং হবে। এটি ডিশ টিভি, ডিটুএইচ, টাটা স্কাই এবং এয়ারটেল ডিজিটাল টিভি সহ ডিটিএইচ পরিষেবাগুলোয় মুক্তি পাবে সলমন-দিশা অভিনীত ‘রাধে’।