কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কতটা বদলেছে? TV9 বাংলাকে জানালেন সুজয় ঘোষ

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছিলেন তিনি। উপস্থিত হয়েছিলেন ধনধান্য মঞ্চে। এরপরই TV9 বাংলার মুখোমুখি হন সুজয় ঘোষ। এদিন কালো কোটপ্যান্টে প্রায় অন্য রকম দেখাচ্ছিল পরিচালককে। প্রশংসা করতেই বললেন...

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কতটা বদলেছে? TV9 বাংলাকে জানালেন সুজয় ঘোষ

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 07, 2025 | 4:46 PM

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই বছরের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক তথা অভিনেতা সুজয় ঘোষ। এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছিলেন তিনি। উপস্থিত হয়েছিলেন ধনধান্য মঞ্চে। এরপরই TV9 বাংলার মুখোমুখি হন সুজয় ঘোষ। এদিন কালো কোটপ্যান্টে প্রায় অন্য রকম দেখাচ্ছিল পরিচালককে। প্রশংসা করতেই বললেন, “আমার গরম লাগছে। এই পরমব্রত চট্টোপাধ্যায় আমায় কোটপ্যান্ট পরতে বলে নিজে ধুতি পাঞ্জাবি পরে চলে এসেছে।”

এই চলচ্চিত্র উৎসবের সঙ্গে পরিচালকের সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে বললেন, “আমার সঙ্গে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সম্পর্ক বহু বছরের। আমি নিউ আম্পায়ারে লাইন দিয়ে দাঁড়িয়ে আনকাট উমরাওজান দেখেছি। ছবিটি তিনঘন্টা ধরে দেখেছিলাম, এত লম্বা ছবি, ভাবা যায়! এই বছর পুরোটা থাকতে পারবো না, মুম্বইয়ে শুট চলছে। তবে শুক্রবার ‘অরন্যের দিনরাত্রি ‘ দেখবো বড় পর্দায়।”

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কতটা বদলেছে? এই প্রশ্নের উত্তরে পরিচালক বললেন, “এখন অনেক বেশি আন্তর্জাতিক মানের হয়েছে। সবাইকে একত্রিত করে উৎসব হয়। প্রত্যেকে যোগ করেছে। সবাইকে উৎসাহ যোগায় এই উৎসব। আসলে সিনেমা সত্যি সকলকে ঐক্যবদ্ধ করে। সিনেমা যখন চলে, তখন হলের মধ্যে সকলেই সমান। অন্ধকারে সবাই সমান। সেখানে প্রধান একমাত্র সিনেমা।”

প্রসঙ্গত, চলতি বছর চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথির হিসেবে আরও যাঁরা উপস্থিত ছিলেন, পরিচালক রমেশ সিপ্পি, শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, তিলোত্তমা সোম, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, লিলি চক্রবর্তী, শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রী চিরঞ্জিত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তী, পাওলি দাম, দেব সহ আরও অনেকে।