Breaking: আচমকাই ‘জগদ্ধাত্রী’ থেকে সরলেন পরিচালক সুকমল! ধারাবাহিকের ভবিষ্যৎ কী?

Mar 21, 2025 | 8:02 PM

Jagadhatri: আচমকাই শুক্রবার কানে আসে জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে সরে দাঁড়াচ্ছেন পরিচালক সুকমল নাথ। হঠাৎ কী এমন ঘটল? আবারও কি টেলিপাড়ার অন্দরমহলে জমাট বাঁধছে মান-অভিমানের মেঘ? 

Breaking: আচমকাই জগদ্ধাত্রী থেকে সরলেন পরিচালক সুকমল! ধারাবাহিকের ভবিষ্যৎ কী?

Follow Us

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী ঘিরে এবার শোরগোল। টানা আড়াই বছর ধরে TRP-র তালিকায় উল্লেখযোগ্য স্থান দখল করে এসেছে এই টিম। কখনও জগদ্ধাত্রী, কখনও জ্যাস, কখনও আবার দুর্গা রূপে নজর কেড়েছেন নায়িকা অঙ্কিতা মল্লিক। ধারাবাহিকের গোটা টিমই দর্শক মনে জায়গা করে নিয়েছিল রাতারাতি। তবে আচমকাই শুক্রবার কানে আসে জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে সরে দাঁড়াচ্ছেন পরিচালক সুকমল নাথ। হঠাৎ কী এমন ঘটল? আবারও কি টেলিপাড়ার অন্দরমহলে জমাট বাঁধছে মান-অভিমানের মেঘ?

খবর পেতেই TV9 বাংলা যোগাযোগ করে পরিচালকের সঙ্গে। এদিন ফোন ধরে বিন্দুমাত্র বিষয়টা এড়িয়ে যেতে চাননি পরিচালক। বললেন, “ঠিকই শুনেছেন। তবে কোনও সমস্যা নয়, আমি একটু ছুটি চেয়েছি। টানা আড়াই বছর ধরে চলছে। আমি ফেব্রুয়ারি মাস থেকেই চেয়েছিলাম একটু ছুটিতে যেতে। তখন সম্ভব হয়নি। এবার পেলাম। কিছুদিন থাকব না। একটা বিরতি নিয়ে আবার কাজে ফিরব।”

“জগদ্ধাত্রীতেই ফিরবেন তো?” প্রশ্নের উত্তরে পরিচালক জানালেন, কাজে যোগ দেবেন কিছুদিন পর। সে জগদ্ধাত্রীও হতে পারে, কিংবা অন্য কোনও নতুন প্রজেক্ট। এখনই সেই সিদ্ধান্ত নিচ্ছেন না। আপাতত ধারাবাহিকের কী ভবিষ্যৎ? পরিচালকের কথায়, “আমার অবর্তমানে অর্ঘ্য সামলাবে”।