খেলতে গিয়ে আহত টাইগার শ্রফ, ঘটনাস্থলে পৌঁছলেন ‘গার্লফ্রেন্ড’ দিশা পাটানি

Feb 22, 2021 | 10:17 AM

রবিবার ওই ফুটবল ম্যাচে অর্জুন কাপুর, অপরাশক্তি খুরানা, আয়ান শেট্টিসহ বাকিরাও খেলছিলেন টাইগারের সঙ্গে।

খেলতে গিয়ে আহত টাইগার শ্রফ, ঘটনাস্থলে পৌঁছলেন গার্লফ্রেন্ড দিশা পাটানি
দিশা-টাইগার।

Follow Us

মুম্বইয়ের অনুষ্ঠিত সেলিব্রিটি ফুটবল ফর চ্যারিটির ম্যাচ খেলতে গিয়ে আহত হলেন অভিনেতা টাইগার শ্রফ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছলেন টাইগারের রিউমারড গার্লফ্রেন্ড দিশা পাটানি। গোটা সময়টা পাশে থাকলেন টাইগারের।

রবিবার ওই ফুটবল ম্যাচে অর্জুন কাপুর, অপরাশক্তি খুরানা, আয়ান শেট্টিসহ বাকিরাও খেলছিলেন টাইগারের সঙ্গে। আচমকাই পায়ে চোট লাগে তাঁর। মাঠ থেকে স্ট্রেচারে করে বের করে নিয়ে আসতে হয় তাঁকে। সে সময়েই পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ে টাইগারের পাশে দিশার উপস্থিতিও। গোটা সময়টা উদ্বিগ্ন মুখেই ক্যামেরার লেন্সে ধরা পড়েন দিশা।

 

 

আহত টাইগারের পাশে দিশা 

যদিও সূত্র জানাচ্ছে, টাইগারের পায়ের চোট গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর নিজে নিজে হাঁটতেও পারছেন তিনি। তবে ওই সামান্য দুর্ঘটনার কথা শুনেও যে ভাবে টাইগারের পাশে ছিলেন দিশা তাতে তাঁকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

বিগত বেশ কয়েক বছর ধরেই টাইগার এবং দিশার প্রেমের খবরে উত্তাল বলিউড। যদিও মুখে প্রেমের কথা স্বীকার করেননি তাঁরা। তবে একসঙ্গে ছুটি কাটানো থেকে শুরু করে দুই বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটানো… প্রমাণ করে দেয় কিউপিড বহু আগেই ঘায়েল করেছে ওই দু’জনকে।

Next Article