‘চিরদিনই তুমি যে আমার ছাড়লেন’ দিতিপ্রিয়া, স্পষ্ট কারণ জানালেন অভিনেত্রী

এমনকী, কয়েকদিন আগে দুই অভিনেতাকে নিয়ে বিশেষ বৈঠকেও বসেছিল প্রযোজনা সংস্থা। সেখানে সমাধানের সূত্র খুঁজেছিলেন তাঁরা। তারপর অবশ্য ফের জানা যায়, জীতু থাকছেন ধারাবাহিকে। তবে এবার খোদ দিতিপ্রিয়ায় আর্টিস্ট ফোরামকে লিখিতভাবে জানিয়ে দিলেন, তিনি আর ধারাবাহিকের অংশ নয়।

চিরদিনই তুমি যে আমার ছাড়লেন দিতিপ্রিয়া, স্পষ্ট কারণ জানালেন অভিনেত্রী

|

Nov 24, 2025 | 3:27 PM

অবশেষে জটিলতার অবসান। কয়েক সপ্তাহ ধরে জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নিয়ে টেলিপাড়ায় যে জটিলতা তৈরি হয়েছিল, অবশেষে তা মিটল। জীতু কমল নয়, এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া রায়ই। আর্টিস্ট ফোরামকে ইমেল করে এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন দিতিপ্রিয়া নিজেই।

জীতু কমল ও দিতিপ্রিয়ার নানা কারণে বার বার কলহের কারণেই টিআরপির সঙ্গে সঙ্গে খবরের শিরোনামে উঠে এসেছিল চিরদিনই তুমি যে আমার। এমনকী, সেই কলহ ছড়িয়ে পড়েছিল দুজনের সোশাল মিডিয়া পোস্টেও। তখন থেকেই টলিপাড়ায় জল্পনা এই ধারাবাহিক থেকে নাকি সরে যাচ্ছেন জীতু কমল। এমনকী, কয়েকদিন আগে দুই অভিনেতাকে নিয়ে বিশেষ বৈঠকেও বসেছিল প্রযোজনা সংস্থা। সেখানে সমাধানের সূত্র খুঁজেছিলেন তাঁরা। তারপর অবশ্য ফের জানা যায়, জীতু থাকছেন ধারাবাহিকে। তবে এবার খোদ দিতিপ্রিয়ায় আর্টিস্ট ফোরামকে লিখিতভাবে জানিয়ে দিলেন, তিনি আর ধারাবাহিকের অংশ নয়।


কোন কারণে এমন সিদ্ধান্ত নিলেন দিতিপ্রিয়া?

সোমবার দিতিপ্রিয়া টেলি ইন্ডাস্ট্রির নিয়ম মেনে লিখিত ‘এনওসি’ দিয়ে ধারাবাহিক ছেড়ে দেওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে জানান। দিতিপ্রিয়া লিখিতভাবে জানিয়েছেন শারীরিক ও মানসিক দিক থেকে তিনি খুব একটা ভাল নেই। আর সেই কারণেই ধারাবাহিকটি করতে পারছেন না।

প্রযোজনা সংস্থা এভিএফের হাত ধরে বহুদিন বাদে টেলিপর্দায় ফেরেন দিতিপ্রিয়া। জীতু কমলের সঙ্গে তাঁর জুটি প্রথম থেকেই নজর কেড়েছিল দর্শকদের। তবে হঠাৎই ব্যক্তিগত কলহ ঢেকে দেয় এই জুটির জনপ্রিয়তাকে। আর এখন জুটি ভেঙে বেরিয়ে গেলেন দিতিপ্রিয়া। দিতিপ্রিয়ার জায়গায় কে আসছেন? ধারাবাহিকের ভবিষ্যত কী, তা এখনও স্পষ্ট নয়।