হোম আইসোলেশনে কী কী করছেন করোনা আক্রান্ত দিতিপ্রিয়া?

স্বরলিপি ভট্টাচার্য |

May 01, 2021 | 11:54 AM

দিতিপ্রিয়া জানান, চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ চলছে তাঁদের। আর প্রয়োজন বিশ্রামের। বাড়িতে তৈরি সব রকম খাবার খাচ্ছেন। সঙ্গে প্রচুর পরিমাণে জল।

হোম আইসোলেশনে কী কী করছেন করোনা আক্রান্ত দিতিপ্রিয়া?
দিতিপ্রিয়া রায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

‘রানিমা’ হোম আইসোলেশনে। ঠিকই ধরেছেন অভিনেত্রী (Actress) দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) কথাই বলা হচ্ছে। জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রাসমণির চরিত্রে অভিনয় করে যিনি দর্শকের মন জয় করেছেন। করোনা (covid 19) আক্রান্ত অভিনেত্রী এবং তাঁর বাবা-মা। প্রত্যেকেই গৃহবন্দি। কেমন ভাবে কাটছে কোয়ারেন্টাইনের দিন?

এই প্রশ্ন নিয়ে ফোন করতেই TV9 বাংলাকে দিতিপ্রিয়া বলেন, “আজ (শনিবার) নবম দিন। ভাল আছি আমরা। কোনও চিন্তার কারণ নেই। বাবা, মা সকলে ভাল আছেন। আমি রেস্ট নিচ্ছি। দুর্বলতা আছে। পপকর্ন আমার সর্বক্ষণের সঙ্গী (দিতিপ্রিয়ার পোষ্য)। ওর সঙ্গে সময় কাটাতে তো সব সময়ই ভাল লাগে। এছাড়া আঁকছি। আঁকতে ভালবাসি আমি। এই সময়টাতে আঁকছি অনেক কিছু।’

দিতিপ্রিয়া আরও জানান, চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ চলছে তাঁদের। আর প্রয়োজন বিশ্রামের। বাড়িতে তৈরি সব রকম খাবার খাচ্ছেন। সঙ্গে প্রচুর পরিমাণে জল। আঁকার পাশাপাশি কখনও ছবি দেখেও সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কিন্তু বেশিরভাগ সময়ই বিশ্রামে কেটে যাচ্ছে তাঁর।

টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে বহু তারকা করোনা আক্রান্ত। অনেকে আবার সুস্থও হয়ে উঠেছেন। সূত্রের খবর, টেলিভিশনের শুটিংয়ে আগামী ৩ তারিখ থেকে সব ফ্লোরে আগের মতো স্যানিটাইজ করা হবে। কলাকুশলীদের টিকার ব্যবস্থা করবে ফেডারেশন। পাশাপাশি সর্বস্তরে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। এই আতঙ্কের মধ্যে সুস্থ ভাবে শুটিং চালিয়ে নিয়ে যাওয়াটাই এখন সকলের কাছে চ্যালেঞ্জ।

আরও পড়ুন, নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভরতা’-র স্লোগান এ বার রুক্মিণীর কণ্ঠে!

Next Article