টলিউডে আবারও করোনার হানা। এ এবার আক্রান্ত হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শুধু দিতিপ্রিয়াই নয়, আক্রান্ত তাঁর বাবা-মা’ও। এ ব্যাপারে টিভিনাইন বাংলার তরফে দিতিপ্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,”বাড়িতে এমনিতে সবাই স্টেবল রয়েছে। তবে আমার প্রচন্ড উইকনেস রয়েছে।” এই খবর প্রকাশ্যে আসার পরেই চিন্তিত রানিমা’র অনুরাগীরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।
দিতিপ্রিয়ার বাবা ‘ক্যানসার সারভাইভার’। যদিও করোনার ধাক্কা অনেকটাই সামলে উঠেছেন তিনি। অন্যদিকে দিতিপ্রিয়ার মা’ও আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন। দিতিপ্রিয়াও শুট বন্ধ রেখে আপাতত বেশ কয়েক দিনের জন্য আইসোলেশনে।
আরও পড়ুন, মৃত্যুর ঠিক আগে বেড়ানোর পরিকল্পনা করেন ইরফান, প্রয়াণের এক বছরে স্মৃতিচারণ সুতপার
এই মুহূর্তে ‘করুণাময়ী রাণী রাসমণী’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। ওই ধারাবাহিকেই রামকৃষ্ণর চরিত্রে অভিনয় করছেন সৌরভ সাহা। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন তিনি এবং তাঁর পরিবার সুস্থ আছেন। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত কোভিডের কোনও উপসর্গ দেখা যায়নি।
গোটা দেশে লাগাম ছাড়া করোনা সংক্রমণ। বাদ যাচ্ছেন না অভিনেতারাও। বলিউডে গত মাসেই করোনায় একের পর এক অভিনেতাকে কাবু হতে দেখা গিয়েছে। এ বার টলিউডেও একই চিত্র। ভরত কল থেকে শুরু করে, শ্রুতি দাস, চৈতি ঘোষাল, অনামিকা সাহা– সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। ক্ষোভ জমেছে টলিপাড়ার অন্দরেও। শুটিং কি বন্ধ হবে? উঠছে সে প্রশ্নও। একই সঙ্গে শুটিং বন্ধ রাখলে দৈনিক মজুরির ভিত্তিতে যে সব টেকনিশিয়ানরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাঁদের পেট চালানো নিয়েও উঠছে প্রশ্ন। সব মিলিয়ে যত দিন যাচ্ছে ততই জটিল হচ্ছে গোটা বিষয়টি।