দিতিপ্রিয়া জানাতে চান না, মুখ ফসকে প্রেমিকের নাম বলে দিলেন মা!

Apr 01, 2024 | 6:51 PM

Ditipriya Roy: টিভিনাইন বাংলাকে দিতিপ্রিয়া আগেই জানিয়েছিলেন, প্রেমিকের সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক বেশ ভাল। বাড়িতে যোগাযোগ আছে। লং ডিসটেন্স সম্পর্ক তাঁদের।

দিতিপ্রিয়া জানাতে চান না, মুখ ফসকে প্রেমিকের নাম বলে দিলেন মা!
দিতিপ্রিয়া।

Follow Us

প্রেম করছেন দিতিপ্রিয়া রায়– টলিপাড়ায় এই খবর কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে। যদিও প্রেমিকের নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি তিনি। কী করেন, কোথায় থাকেন, কিছুই বলেননি তিনি। বরং সেই চরিত্রকে রহস্যেই রেখে দিয়েছেন। তবে এ কী! মেয়ে কিচ্ছুটি না বললেও মা করে ফেললেন ‘ভুল’! মুখ ফসকেই ফাঁস করে দিলেন মেয়ের প্রেমিকের পরিচয়?

টিভিনাইন বাংলাকে দিতিপ্রিয়া আগেই জানিয়েছিলেন, প্রেমিকের সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক বেশ ভাল। বাড়িতে যোগাযোগ আছে। লং ডিসটেন্স সম্পর্ক তাঁদের। কলকাতায় এলেই দিতিপ্রিয়ার পরিবারের সঙ্গে দেখা করা চাই-ই তাঁর। এবারেও তাই করেছিলেন। আর সেই ছবিই ফেসবুক দিয়ে দিতিপ্রিয়ার মা সুদীপ্তা রয় লেখেন, “আমার আদরের ঋভুবাবু”। সেই ব্যক্তির ডাক নাম ঋভু। ভাল নাম যদিও উহ্য রেখেছেন তাঁর মা। হবু শাশুড়ির কোলে চুটিয়ে আদর খাচ্ছে দিতিপ্রিয়ার এই প্রেমিক।

অভিনেতা নন তিনি। একেবারেই অন্য পেশার। দিতিপ্রিয়ার সঙ্গে আলাপই খুব কাকতালীয় ভাবে। দিতিপ্রিয়া চান না এখনই তাঁর পরিচয় প্রকাশ্যে আসুক। টিভিনাইন বাংলা তাঁর সেই অনুরোধকে মান্যতা দিয়েই প্রকাশ্যে আনেনি তা। তাঁর কথায়, “এটিই আমার প্রথম অফিসিয়াল সম্পর্ক। বাড়িতে প্রথম থেকেই সবটা জানে। এখন আমার চেয়ে বেশি ও প্রিয় মায়ের কাছে”। সঠিক সময় এলে নিজেই সবটা জানাবেন, কথা দিয়েছেন তিনি। ভক্তদের কিছুতেই করবেন না নিরাশ।

Next Article