বিহঙ্গী বিশ্বাস
May 14, 2024 | 10:07 PM
আগামী ৯ মে বিয়ে করতে চলেছেন আদৃত রায়। মহিলা ভক্তদের কাঁদিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। মন ভেঙেছে অনেকেরই।
তবে জানেন, আদৃত যে তাঁর মহিলা ভক্তদের মন ভেঙেছেন এমনটা কিন্তু নয়। অতীত ঘাঁটলে জানা যাবে, বিয়ে ভাঙে তাঁরও।
ভেঙে যায় দশ বছরের পুরনো প্রেমও। তাঁর প্রাক্তন প্রেমিকা কে, কী করেন, তাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
অভিনয় জগতের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল না সুপ্রিয়ার। হ্যাঁ, সুপ্রিয়া মন্ডল-- তিনিই ছিলেন টলিউডের এই হ্যান্ডসাম হাঙ্কের প্রাক্তন।
বেশ কিছু বছর আগে উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তীর সঙ্গে আদৃত ও সুপ্রিয়ার একটি ছবি ভাইরাল হয়ে যায়। সেখান থেকেই সামনে আসে পরিচয়।
শোনা যায়, বিয়েও নাকি ঠিক হয়ে গিয়েছিল তাঁদের। তবে হঠাৎই সম্পর্ক ভেঙে যায়, কেন ভাঙে প্রেম, তা যদিও আজও ধোঁয়াশা।