ছবি করে সামান্য টাকা পেতেন মিঠুন, মোট কত কোটির মালিক এখন জানেন?
Mithun Assets: বলিউডের তিনি ডিস্কো ডান্সার। একের পর এক বক্স অফিস হিট ছবি ছিল তাঁর ঝুলিতে। ব্যক্তি জীবনের নানা ওঠা পড়ার মাঝেই ক্যামেরার সামনে ছক্কা হাঁকিয়েছেন তিনি বারবার।
1 / 8
মিঠুন চক্রবর্তী, কেরিয়ারের শুরু থেকে তাঁর লড়াইটা ছিল চোখে পড়ার মতো। অভিনেতা হতেই তিনি এসেছিলেন। রাজত্বও করেছেন দীর্ঘ দিন বলিউডের অন্দরমহলে। কিন্তু একটা সময় বিষয়টা মোটেও এতটা সহজ ছিল না।
2 / 8
বলিউডের তিনি ডিস্কো ডান্সার। একের পর এক বক্স অফিস হিট ছবি ছিল তাঁর ঝুলিতে। ব্যক্তি জীবনের নানা ওঠা পড়ার মাঝেই ক্যামেরার সামনে ছক্কা হাঁকিয়েছেন তিনি বারবার।
3 / 8
কেরিয়ারের শুরুতেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি। আর্থিক টানাপোড়েনের মাঝে কোথাও গিয়ে যেন লড়াইটা তিনি চালিয়ে গিয়েছিলেন। আর সেই কারণেই মিঠুন চক্রবর্তী মাত্র ৭৫ টাকা মাসিক ভাড়ায় পেইংগেস্ট থাকতেন।
4 / 8
মিঠুন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর সেই লড়াইয়ের কথা। মিঠুন চক্রবর্তীর কথায় তাঁর থেকে তাঁর সহকারিরা বেশি ধনী, কারণ তিনি পেতেন মাত্র ৫০০০ টাকা ছবি পিছু। কিন্তু তাঁর সহকারীরা বেশি মাইনে পেয়ে থাকেন।
5 / 8
৭,৫০০ টাকা থেকে শুরু করে ৮০০০ টাকা তাঁদের তখন মাইনে। কিন্তু তিনি নিজে এই পরিমাণ অর্থ উপার্যন করতেন না তখন। নিজেরটা কোনও মতে চালাতেন। তাই মজা করেই এই মন্তব্য করেছিলেন মিঠুন।
6 / 8
মিঠুন যখন অভিনেতা, তখন তাঁকে যাঁরা মেকআপ করাতেন, তাঁর চুল যাঁরা ঠিক করে দিতেন তাঁরা প্রত্যেকেই বেশি আয় করতেন। তবে মিঠুন চক্রবর্তীকে কেরিয়ারের শুরু দিকে আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তাঁকে। যা স্থায়ী হতে অনেকটা সময় নেয়।
7 / 8
আর সেই মিঠুন চক্রবর্তীই এখন সিনেপাড়ায় রাজত্ব করছেন। একের পর এক হিট ছবি এখনও তাঁর দখলে। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০১ কোটি টাকা। ২০১৯ সালে লোক সভা নির্বাচনের আগে এই প্রসঙ্গে দীর্ঘ নথি দিয়েছিলেন তিনি।
8 / 8