AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৩০০০০০০০০ কোটি টাকা! ‘পুষ্পা ২’-এ আল্লু অর্জুনের পারিশ্রমিক শুনলে চমকে যাবেন

Allu Arjun: তাঁর চাউনি, তাঁর কথা বলার ভঙ্গিমা থেকে অভিনয়- মোহিত দর্শককুল। তিনি হলেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। 'পুষ্পা' ছবিতে তাঁর লুক এখনও ভোলেননি কেউ। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ডিসেম্বরের প্রথমে মুক্তি পাবে 'পুষ্পা ২'। জানেন এই ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন আল্লু?

৩০০০০০০০০ কোটি টাকা! 'পুষ্পা ২'-এ আল্লু অর্জুনের পারিশ্রমিক শুনলে চমকে যাবেন
| Edited By: | Updated on: Nov 09, 2024 | 7:51 PM
Share

তাঁর চাউনি, তাঁর কথা বলার ভঙ্গিমা থেকে অভিনয়- মোহিত দর্শককুল। তিনি হলেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। ‘পুষ্পা’ ছবিতে তাঁর লুক এখনও ভোলেননি কেউ। মারকাটারি অ্যাকশন,দুর্দান্ত গান এবং অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর পারফরম্যান্স। সেই সঙ্গে আবার রশ্মিকা এবং আল্লুর জুটি। তিন বছর আগে বক্স অফিসে ঝড় তুলেছিল ‘পুষ্পা’। ২০২১ সালের পর এবার ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। মাঝের তিন বছরে অনেকটাই পরিবর্তন এসেছে গোটা কাস্টের। নায়কের দুই নায়িকা রশ্মিকা এবং সামান্থার কেরিয়ার মোড় নিয়েছে অন্য দিকে। আল্লুর জনপ্রিয়তাও তুঙ্গে। তিন বছরে নায়কের আয়ও বেড়েছে অনেকটাই। জানেন কি ‘পুষ্পা ২’ ছবিতে অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। টাকার অঙ্ক শুনলে চোখ রীতিমতো কপালে উঠবে। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা অভিনেতা এই ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন প্রায় ৩০০ কোটি টাকা। এই তথ্য যদি সঠিক হয় তাহলে দক্ষিণী ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসাবে এক নম্বরে থাকবে আল্লুর নাম।

৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। কিন্তু জানেন কি মুক্তির আগেই কয়েকশো কোটি টাকা লাভ করেছে ‘পুষ্পা ২’। প্রি-রিলিজ ব্যবসা থেকে এই ছবির আয় হয়েছে প্রায় ১০৮৫ কোটি টাকা। ‘পুষ্পা ২’ তৈরির বাজেট ছিল ৫০০ কোটি টাকা। সেখানে হিসাব বলছে বিশ্বব্যাপী ব্যবসা করে এই ছবি লাভ করবে প্রায় ১২০০ কোটি টাকা। শুধু প্রযোজক নয় ছবির লাভের কিছু অংশ পাবেন ‘পুষ্পা ২’ ছবির মুখ্য অভিনেতা।

ছবির মুক্তির আগেই আয় যদি কয়েকশো কোটি হয়। তাহলে মুক্তির প্রথম দিনে কত আয় করবে আল্লুর নতুন ছবি? পরিসংখ্যান অনুযায়ী ভারতের বুকে প্রথমদিনে এই শো মোট আয় করতে চলেছে ২০০ কোটি টাকা। আর ভারতের বাইরে আনুমানিক ৭০ কোটি টাকা আয় করতে চলেছে এই ছবি। সব মিলিয়ে ২৭০ কোটি টাকা প্রথমদিনই ঘরে তোলার সম্ভাবনা পুষ্পা ২-র। যা ভারতের বুকে ছবি মুক্তির প্রথম দিনের সর্বাধিক বক্স অফিস কালেকশন হতে চলেছে।