হয়ে যাবে ভালো দু’চাকা! কত টাকার ক্লিপ ব্যবহার করেন সুহানা খান?
সুহানা খানকে কে না চেনেন? সম্পর্কে তিনি শাহরুখের কন্যা। এ হেন সুহানার সাজ পোশাক যে ‘আম আদমি’র মতো হবে না সে ধারণা করাই যায়! তবে তাই বলে মাথার একটা ক্লিপের দাম এত! দাম শুনে চোখ কপালে নেটিজেনদের।

সুহানা খানকে কে না চেনেন? সম্পর্কে তিনি শাহরুখের কন্যা। এ হেন সুহানার সাজ পোশাক যে ‘আম আদমি’র মতো হবে না সে ধারণা করাই যায়! তবে তাই বলে মাথার একটা ক্লিপের দাম এত! দাম শুনে চোখ কপালে নেটিজেনদের। সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন সুহানা। খোলা চুলে তিনি জুড়েছেন এক ক্লিপ। সেই ক্লিপের দাম ৪৮ হাজার ৫৬১ টাকা! ভাবতে পারছেন? কেন এত দাম ওই ক্লিপের? কী এমন রয়েছে তাতে?
রয়েছে ব্র্যান্ডভ্যালু। ওই ক্লিপ আদপে বিখ্যাত ব্র্যান্ড প্রাডার। সেই কারণেই এত দাম! এখানেই কি শেষ নাকি? হাতে যে ব্যাগটি তিনি নিয়েছেন তার দামও ২৬ লক্ষ, সেটিও যে ব্র্যাণ্ডেড। হাজার হোক, তিনি শাহরুখ কন্যা। ব্র্যাণ্ড তাঁর পছন্দ হবে এ তো স্বাভাবিক। সে যাই হোক বি-টাউনে কিন্তু ইতিমধ্যেই অভিষেক হয়ে গিয়েছে সুহানার। জোয়া আখতার পরিচালিত আর্চি সিরিজে অভিনয় করেছেন তিনি। সুজয় ঘোষের আগামী ছবিতেও দেখা যাবে তাঁকে। সঙ্গে থাকবেন তাঁর বাবা শাহরুখ খান। শোনা যাচ্ছে সেই ছবিতে থাকবেন অভিষেক বচ্চনও। তাঁকে নাকি দেখা যাবে নেতিবাচক চরিত্রে।





