মুম্বই পুলিশের বার্ষিক অনুষ্ঠানে প্রত্যেকবারই হাজির থাকেন বলিউডের কিছু তাবড় তারকা, যেমন সলমন খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, রণবীর সিং, আমির খানেরা। প্রত্যেকবারই এই অনুষ্ঠান জাকজমকের সঙ্গে পালিত হয় মুম্বইয়ে। এক ঘণ্টা, দু-ঘণ্টা নয়, টানা পাঁচ ঘণ্টা সেই অনুষ্ঠানে পারফর্ম করেন এই তারকারা। জানেন কি, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কত টাকা পারিশ্রমিক নেন শাহরুখ-সলমনরা।
সম্প্রতি মুক্তি পেয়েছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভ ফেল’ ছবিটি। তাতে উঠে এসেছে অফিসার মনোজ কুমার শর্মার জীবনের লড়াইয়ের কথা। চম্বলের একটি ছোট্ট গ্রামের বাসিন্দা মনোজ বারো ক্লাসে উত্তীর্ণ হতে পারেননি প্রথম চেষ্টায়। সেই গ্রামে টুকলি করে সকলে পাশ করে বোর্ডের পরীক্ষা। প্রথমবার দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় টুলকি করতে পারেননি বলে ফেল করেন। ফেল করার পর দ্বিতীয়বার নকলের সাহায্য না নিয়েই পাস করেছিলেন মনোজ। এবং লড়াইয়ের সঙ্গে সৎ মনোজ পাস করেছিলেন ইউপিএসসি পরীক্ষা। হতে পেরেছিলেন আইপিএস অফিসার। ‘টুয়েলভথ ফেল’ ছবিতে জীবনের কাহিনি তুলে ধরেছেন। এবং মনোজের যে চরিত্রে দারুণ অভিনয় করেছেন বিক্রান্ত মাসি।
‘টুয়েলভথ ফেল’ সিনেমা হলে তেমন সাড়া ফেলতে না পারলেও ওটিটি প্ল্যাটফর্মে দারুণ ব্যবসা করেছে এবং দর্শকের মনে জায়গা করে নিয়েছে। এই ছবিতে মুক্তি পাওয়ার পরই লাইমলাইটে চলে এসেছিলেন আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা। এই মনোজ কুমার শর্মাই জানিয়েছেন, মুম্বইয়ের বার্ষিক অনুষ্ঠানে শাহরুখ খান এবং সলমন খানরা কত টাকা পারিশ্রমিক পান। তিনি জানিয়েছেন, প্রত্যেকবার ‘উমঙ্গ’-এ (মুম্বই পুলিশের বার্ষিক অনুষ্ঠান) অংশগ্রহণ করেন শাহরুখ-সলমনের মতো বড়-বড় তারকারা। বলতে দ্বিধা নেই, তাঁরা বিনা পারিশ্রমিকে টানা ৫ ঘণ্টা আমাদের জন্য পারফর্ম করেন মঞ্চে। এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া।”