ওরে বাবা রে! রাজের গায়ের এই টি-শার্টের দাম ঠিক কতটা, ধারণা আছে?

Raj-Subhashree: কিছু দিন আগেই আরও এক বিলাসবহুল ব্র্যান্ড 'বালমা প্যারিস' -এর টি-শার্ট গায়ে দিয়ে মির্জার প্রিমিয়ারে গিয়েছিলেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। তা নিয়ে কম আলোচনা হয়নি। অনেকেই প্রশ্ন করেছিল, "ছবি তো হিট হয় না, তাও এত বিলাসিতা দেখান কী করে?

ওরে বাবা রে! রাজের গায়ের এই টি-শার্টের দাম ঠিক কতটা, ধারণা আছে?

Jun 08, 2024 | 6:36 PM

ঘুরতে গিয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভোট মিটতেই তাঁরা পাড়ি দিয়েছেন বিদেশে। নোনা বালি গায়ে মেখে ভোটযুদ্ধের অক্লান্ত খাটনি থেকে নিচ্ছেন মুক্তির স্বাদ। আর সেই সব ছবিই সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন তাঁরা। এ সবের মধ্যেই এক ছবি নিয়ে শুরু হয়েছে জোরদার আলোচনা। ছবিটি রাজ চক্রবর্তীর, যা শেয়ার করেছেন তাঁর স্ত্রী। দেখতে ‘সাদামাঠা’ হলেও ছবিতে রাজ যে টি-শার্টটি পরে আছেন, তাঁর দাম কত ধারণা আছে? এ কিন্তু যে সে শার্ট নয়, বিশ্বে জনপ্রিয় ব্র্যান্ড গুচির শার্ট। রাস্তা থেকে কেনা কোনও ফার্স্ট কপিও নয়, জানান দিচ্ছে লোগো।

গুচির সব পোশাকই আকাশছোঁয়া দাম, মধ্যবিত্তের নাগালেই বাইরে। একটু সার্চ করলেই জানা যাবে, অনুরূপ দেখতে ওই ধরনের টি-শার্ট এই মুহূর্তে ওই ব্র্যান্ডের অনলাইন শপিং সাইট থেকে বিক্রি হচ্ছে ৪৮ হাজার ৫৭৫ টাকায়। ক্ষেত্রে বিশেষে তা বাড়ে কমে! সে যাই হোক, প্রায় ৫০ হাজার টাকা দিয়ে টি-শার্ট আর যাই হোক না কেন, সাধারণের পক্ষে কেনা সম্ভব নয় কোনওভাবেই।

কিছু দিন আগেই আরও এক বিলাসবহুল ব্র্যান্ড ‘বালমা প্যারিস’ -এর টি-শার্ট গায়ে দিয়ে মির্জার প্রিমিয়ারে গিয়েছিলেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। তা নিয়ে কম আলোচনা হয়নি। অনেকেই প্রশ্ন করেছিল, “ছবি তো হিট হয় না, তাও এত বিলাসিতা দেখান কী করে?’ যদিও সেই সব প্রশ্নের মুখে পড়তে হয়নি রাজকে। তিনি সফল পরিচালক রয়েছে নিজের প্রযোজনা সংস্থাও। ২০২১ থেকে তিনি আবার ব্যারাকপুরের বিধায়কও বটে।