
ইন্ডাস্ট্রিতে সজ্জন বলে পরিচিতি রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের। টলিউড তো বটেই এই মুহূর্তে বলিউডেও তিনি কাজ করছেন দাপটের সঙ্গে।

তবে মুখচোরা বদনাম রয়েছে তাঁর। খুব একটা পার্টিতে দেখা যায় না। এমনকি ব্যক্তিগত জীবনের খুঁটিনাটিও সামাজিক মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকেন।

এ হেন শাশ্বত কিন্তু পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। তাঁকে নিয়ে ইন্ডাস্ট্রিতে কোনও গসিপ নেই। মেয়ে হিয়া চট্টোপাধ্যায় ও স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়কে নিয়ে তাঁর সুখের সংসার।

মহুয়াকে ভালবেসেই বিয়ে করেছিলেন শাশ্বত। মেয়ে হিয়াকে চিরকালই লাইমলাইটের বাইরেই রেখেছেন। তবে তিনি এখন প্রাপ্তবয়স্ক। রয়েছে নিজস্ব ইনস্টা অ্যাকাউন্ট।

সেখানে দারুণ সক্রিয় হিয়া। দেখতেও যেমন সুন্দর গুণেও কিন্তু কোনও অংশে কম যান না তিনি। এই মুহূর্তে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করছেন তিনি।

তবে পড়াশোনার পাশাপাশি খুব সুন্দর নাচও করেন হিয়া। সেই নাচের ভিডিয়ো মাঝেমধ্যেই শেয়ার করতে থাকেন সামাজিক মাধ্যমে।

ফিল্মি দুনিয়ার সঙ্গে তাঁর সোজাসুজি যোগাযোগ না থাকলেও ছোট থেকে রয়েছে এক পরোক্ষ টান। শুটিংয়ের মাঝেই বড় হয়েছেন হিয়া।

ইদানিং তাঁকে দেখা যাচ্ছে বলি-টলির নানা পার্টিতে। মা-বাবার সঙ্গেই সেখানে হাজির হচ্ছেন হিয়া। তবে কি শীঘ্রই টলিপাড়ায় ডেবিউ হবে তাঁর?