৫৩ বছরের কাঞ্চনের থেকে শ্রীময়ী ঠিক কতটা ছোট ধারণা আছে?
Tollywood Gossip: ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করলেও শ্রীময়ী কিন্তু কাঞ্চনের থেকে বয়সে অনেকটা ছোট। এই মুহূর্তে কাঞ্চনের বয়স ৫৩ বছর।
মার্চ মাসের ছয় তারিখ বিয়ে করছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। নিজেরা কিছু না বললেও, এই গোপন কথা আর গোপনে নেই। রূপটান শিল্পী থেকে শুরু করে সহ পরিচালক— কাঞ্চন-শ্রীময়ীর অনেক ঘনিষ্ঠই এই খবরে মোটামুটি শিলমোহর দিয়েই দিয়েছেন। শ্রীময়ী আগেই এক রিয়ালিটি শো’য়ে জানিয়েছিলেন তাঁর একটু বয়স্ক পুরুষই পছন্দ। তাঁর ও কাঞ্চনের বয়সের ফারাক কত ধারণা আছে?
ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করলেও শ্রীময়ী কিন্তু কাঞ্চনের থেকে বয়সে অনেকটা ছোট। এই মুহূর্তে কাঞ্চনের বয়স ৫৩ বছর। ওদিকে শ্রীময়ী এখনও ৩০-পার করেননি। হিসেব জানাচ্ছে, কাঞ্চন শ্রীময়ীর থেকে কুড়ি বছরেরও বেশি বড়! কিন্তু ভালবাসা কবেই বা ওইসব দেখে হয়েছে? দু’জনেই যে দু’জনের প্রেমে সেই কবে থেকে মাতোয়ারা।
এর আগে দিদি নম্বর ওয়ানে এসে বয়স্ক পুরুষ সম্পর্কে মুখ খুলেছিলেন শ্রীময়ী। তিনি বলেন, “একটু বয়স্কলোক আমার ভাল লাগে। বাবাসুলভ আচরণ হবে, আমাকে একটু প্যাম্পার করবে।” অবশেষে সেই স্বপ্নই পূরণ হতে চলেছে তাঁর। চার হাত এক হওয়ার আর যে এক মাসও বাকি নেই!