খালি পেটে গোলাপের পাঁপড়ি আর বেদানার রস খেয়ে ৫০-এও ৩০-এর তরুণী মালাইকা

Malaika Arora: ইন্টারনেটের কিছু বায়ো পেজ বলছে মালাইকার বয়স কম করে হলেও ৫০ বছর। এই ৫০ বছর বয়সে ৩০ বছর বয়সী মহিলার মতো নিজেকে কীভাবে রেখেছেন মালাইকা? তার চেহারায় নেই বলিরেখার ছাপ। কীভাবে এত সুন্দর নিজেকে রেখেছেন মালাইকা, সম্প্রতি জানা গিয়েছে সেই তথ্যই।

খালি পেটে গোলাপের পাঁপড়ি আর বেদানার রস খেয়ে ৫০-এও ৩০-এর তরুণী মালাইকা
মালাইকা আরোরা।
Follow Us:
| Updated on: Feb 03, 2024 | 11:16 AM

সলমন খানের ভাই আরবাজ় খানের প্রাক্তন স্ত্রী মালাইকা আরোরা চিরকালই চর্চায় থেকেছেন তাঁর সুন্দর চেহারার জন্য। দারুণ শরীরের অধিকারী মালাইকাকে দেখে বোঝাই যায় না তাঁর সঠিক বয়স। কিন্তু ইন্টারনেটের কিছু বায়ো পেজ বলছে মালাইকার বয়স কম করে হলেও ৫০ বছর। এই ৫০ বছর বয়সে ৩০ বছর বয়সী মহিলার মতো নিজেকে কীভাবে রেখেছেন মালাইকা? তার চেহারায় নেই বলিরেখার ছাপ। কীভাবে এত সুন্দর নিজেকে রেখেছেন মালাইকা, সম্প্রতি জানা গিয়েছে সেই তথ্যই।

বিউটি সিক্রেটস অফ মালাইকা আরোরা–এমনটা সার্চ করলে একাধিক তথ্য পাওয়া যায় নেটমাধ্যমে। একটি প্রতিবেদনে মালাইকা নিজেই জানিয়েছেন তাঁর সুন্দর থাকার রহস্য। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটি বিশেষ পানীয়তে চুমুক দেন মালাইকা। কী সেই পানীয়? সেটি আসলে গোলাপের পাঁপড়ি এবং বেদানার সংমিশ্রণে তৈরি একটি জুস। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে খালি পেটে সেই পানীয় পান করেন ‘ছাইয়া ছাইয়া’ গার্ল।

কেবল তাই নয়, মালাইকা নিয়মিত ভোর চারটের সময় ওঠেন ঘুম থেকে। তারপর শুরু হয় তাঁর শরীর চর্চা। মুম্বইয়ের সমুদ্র সৈকতে টানা এক ঘণ্টা দৌড়ান তিনি। জিম করেন নিয়মিত।

সম্প্রতি মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ়ের বিয়ে হয়েছে এক মেকআপ আর্টিস্টের সঙ্গে। এই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি মালাইকা। তাঁর প্রাক্তন স্বামীর বিয়ের খবর সামনে আসতেই প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা শোনা যায় সর্বত্র। এও শোনা যায়, সেই সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। কিন্তু তা যে সত্যি না, তা জানা যায় কিছুদিন পরই।