AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জানেন কি কোন কোম্পানির বেল্ট পরেন ‘বেল্টম্যান’ রঞ্জিত মল্লিক? কত দাম?

Ranjit Mallick: পর্দায় তাঁর মারমারকাটকাট ইমেজের কারণেই নামকরণ হয়েছিল বেল্ট ম্যান। কারণ ভিলেনদের বেল্ট খুলে শপাং শপাং করে মারতেন রঞ্জিত। পরবর্তীতে সেটাই হয়ে উঠেছে কাল্ট। আচ্ছা জানেন, রঞ্জিত মল্লিক কোন কোম্পানির বেল্ট পড়েন?

জানেন কি কোন কোম্পানির বেল্ট পরেন 'বেল্টম্যান' রঞ্জিত মল্লিক? কত দাম?
রঞ্জিত মল্লিক।
| Updated on: Jun 24, 2024 | 7:58 PM
Share

একটা সময় রোম্যান্টিক হিরো হয়ে নায়িকাদের সঙ্গে পর্দায় রোম্যান্স করতেন রঞ্জিত মল্লিক। উত্তমকুমার অভিনীত বহু ছবিতে তাঁকে পাওয়া গিয়েছে মহানায়কের সহদার ভাইয়ের চরিত্রে। ৯০-এর দশকের পর্দায় সেই ভাই হয়ে ওঠেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের দাদা। এমন এক দাদা যে আদর্শে চলে, যার মাথা গরম, দুষ্টুমি দেখলেই মারামারি শুরু করে দেয়। পর্দায় রঞ্জিতের সেই ইমেজটার কারণেই নামকরণ হয়েছিল ‘বেল্ট ম্যান’। এর কারণ, ভিলেনদের বেল্ট খুলে শপাং শপাং করে মারতেন রঞ্জিত। পরবর্তীতে সেটাই হয়ে উঠেছে কাল্ট। আচ্ছা জানেন, রঞ্জিত মল্লিক কোন কোম্পানির বেল্ট পড়েন?

ফোনের ওপারে হাসতে থাকেন রঞ্জিত মল্লিক। টিভি নাইন বাংলা ডিজিটাল তাঁর কাছে জানতে চেয়েছিল, “আচ্ছা আপনি তো বেল্টম্যান। আপনাকে নিয়ে কত মিম আছে। কত রঙ্গরসিকতাও আছে। অনেকে জানতে চান আপনি কোন কোম্পানির বেল্ট পরেন।” হোহো হাসি হেসে উত্তর দিয়েছিলেন রঞ্জিত। এবং বলেছিলেন, “এটা একটা ভাল প্রশ্ন করেছেন কিন্তু। হয়তো এই প্রশ্নটা অনেকের মনেই রয়েছে। তবে উত্তরটা খুব একটা মজাদার হবে না। কারণ আমি কোনও নির্দিষ্ট কোম্পানির বেল্ট পরি না। বেল্ট শক্তপোক্ত কি না দেখি আর দেখি সেটা পরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি কি না।”

ভিলেনদের ধোলাই দেওয়ার জন্য বিখ্যাত রঞ্জিত মল্লিক। ক্যামেরার সামনে তাঁর হাতে মার খেতে ভয় পেতেন ভিলেনরা। সেই কথা দীপঙ্কর দে নিজে একবার বলেছিলেন। জানিয়েছিলেন, রঞ্জিতদার মারের হাত একদম ভাল না। কখন যে মারতে শুরু করবেন, বুঝতেই পারবেন না। আমাদের প্রচুর লেগেছে।