AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘থ্রি ইডিয়টস’ ছবির মিলিমিটারকে মনে আছে? নাম জানেন অভিনেতার? জানেন কী পরিণতি হয়েছে তাঁর?

Millimetre from 3 Idiots: মিলিমিটারকে মনে আছে? 'থ্রি ইডিয়টস' ছবির মিলিমিটার? ১৪ বছর আগে মুক্তি পায় রাজকুমার হিরানী পরিচালিত ছবিটি। তাতে মিলিমিটারের চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। ১৪ বছরে কেন আর কোনও দাগ কাটার মতো ছবিতে কাজ করতে পারলেন না মিলিমিটার? কী পরিণতি হয়েছে তাঁর?

'থ্রি ইডিয়টস' ছবির মিলিমিটারকে মনে আছে? নাম জানেন অভিনেতার? জানেন কী পরিণতি হয়েছে তাঁর?
'থ্রি ইডিয়টস'-এর মিলিমিটার...
| Updated on: Jun 14, 2024 | 4:22 PM
Share

‘ক্যাসে পেহচানেঙ্গে…মিলিমিটার অব সেন্টিমিটার হো গয়া হ্যায়’–‘থ্রি ইডিয়টস’ ছবিতে আমির খান অভিনীত চরিত্র ব়্যাঞ্চোর মতোই জনপ্রিয় হয়েছিল মিলিমিটার। ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলের সেই ছেলে মিলিমিটার! মনে পড়ে তাঁকে? ছাত্রদের লোটা-কম্বল মাথায় করে নিয়ে তাঁদের ঘরে পৌঁছে দেওয়া, খেতে দেওয়া সবই করত এই মিলিমিটার। ভীষণই পাকাপাকা কথা বলত। সংলাপে ঝড় তুলত। এখন তিনি কোথায়? কী করছেন? কী হয়েছে তাঁর পরিণতি? তাঁর আসল নাম কী, জানেন? তাঁকে কিন্তু সত্যি-সত্যি আর চিনতেই পারেন না কেউ। ছবির সংলাপ কী ভীষণ মিলে গিয়েছে অভিনেতার নিজ জীবনের সঙ্গে…

‘থ্রি ইডিয়টস’ ছবিতে মিলিমিটারের চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল কুমার। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিতে মিলিমিটারের মতো চরিত্রে খোলা হাতে খেলে আর কেন দাগ কাটার মতো কিছুই পেলেন না তিনি? মাত্র ৩ বছর বয়সে থিয়েটারে অভিনয় কেরিয়ার শুরু করেন রাহুল। ‘ওমকারা’ ছবিতে সইফ আলি খানের পুত্র, ‘দ্য ব্লু আমব্রেলা’-এ শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন। তাঁর অভিনয় দক্ষতা দেখে রাজকুমার হিরানী রাহুলকে কাস্ট করেন ‘থ্রি ইডিয়টস’ ছবিতে। তাঁর জন্যই তৈরি করেন মিলিমিটার চরিত্রটি। ছবি মুক্তির পরপরই ভয়ানক জনপ্রিয় হয়ে ওঠেন মিলিমিটার রাহুল কুমার।

এই সাফল্যের পর অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অভিষেক বচ্চন, রণবীর কাপুর এবং আর বালকির সঙ্গে বিজ্ঞাপনী ছবিতে অভিনয় করেছেন রাহুল। ‘বন্দিশ ব্যানডিটস’ ওয়েব সিরিজ়ে তাঁকে দেখা যায় কবীরের চরিত্রে। কিন্তু ‘থ্রি ইডিয়টস’-এর পর আর সেইভাবে নজরেই আসননি ‘মিলিমিটার’। অনেকে মনে করেন, চেহারা গতভাবে এত পরিবর্তন এসে রাহুলের, যে লোকে তাঁকে আর মিলিমিটার হিসেবে চিনতেই পারেন না। ‘থ্রি ইডিয়টস’-এর পর মিলিমিটার থেকে সেন্টিমিটার হয়ে আর মাত্র ৪টি ছবিতে অভিনয় করেন তিনি। ২০১৫ সালে মুক্তি পায় ‘দ্য থিফ’, ২০১৭ সালে ‘ব্রুনি’, ২০১৭ সালে ‘জ়ু’ এবং ২০২১ সালে ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’। বেশকিছু সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি, যেমন–‘ধর্মক্ষেত্র’, ‘ফির ভি না মানে…বত্তামিজ় দিল’, ‘ইয়াম হ্যায় হাম’, ‘নিলি ছাত্রীওয়ালে’… । গান-বাজনাতেও মন বসিয়েছেন অভিনেতা। শাহরুখ খান অভিনীত এবং রাজকুমার হিরানী পরিচালিত ‘ডানকি’ ছবিতে অভিনয় করেছিলেন রাহুল। কিন্তু তাঁর দৃশ্যটি বাদ দেওয়া হয় ছবিটি। প্রিমিয়ারে রাজকুমার হিরানীর সঙ্গে হাসি মুখে ছবি পোস্ট করে সেই আক্ষেপের কথা জানিয়েছিলেন রাহুল।