Abhishek and Ranjit: আজই ভবানীপুরে রঞ্জিত মল্লিকের বাড়িতে যাচ্ছেন অভিষেক, কেন?
Kolkata: তৃণমূল সূত্রে খবর, আজ ভবানীপুরে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়ি যাবেন অভিষেক। সূত্রের খবর, সেখানে থাকতে পারেন অভিনেত্রী কোয়েল মল্লিক ও তাঁর স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। বিকেল চারটে নাগাদ সেখানে যাওয়ার কথা রয়েছে তৃণমূল সাংসদের।

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আগেই ঘোষণা করেছিলেন, নতুন বছর থেকে পথে থাকবে তৃণমূল। লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন তিনি। সেই মতোই জেলায়-জেলায় যাচ্ছেন অভিষেক। চালিয়ে যাচ্ছেন প্রচার। এই আবহের মধ্যেই এবার ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে বুধবার অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে যাবেন অভিষেক। আজ থেকে উন্নয়নের পাঁচালি নিয়ে পথে নামবেন তিনি।
তৃণমূল সূত্রে খবর, আজ ভবানীপুরে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়ি যাবেন অভিষেক। সূত্রের খবর, সেখানে থাকতে পারেন অভিনেত্রী কোয়েল মল্লিক ও তাঁর স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। বিকেল চারটে নাগাদ সেখানে যাওয়ার কথা রয়েছে তৃণমূল সাংসদের। মল্লিক বাড়ির পর আজ নন্দনেও যাবেন অভিষেক। রাজ চক্রবর্তীর নতুন সিনেমার প্রিভিউ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
উন্নয়নের পাঁচালি কী?
‘উন্নয়নের পাঁচালি’ হল তৃণমূল কংগ্রেসের একটি প্রচারাভিযান। গত পনেরো বছরে রাজ্যে মা-মাটি-মানুষের সরকার যে যে উন্নয়নমূলক কাজ করেছে, বিশেষত মহিলাদের জন্য গৃহীত প্রকল্পগুলি (যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী) লোককথার ঢঙে প্রচারের কৌশল। বিশেষত গ্রামের মহিলাদের মধ্যে প্রচার করার জন্য তৈরি করা হয়েছে। লক্ষ্মীর পাঁচালির মতো গ্রাম-বাংলার মানুষের কাছে বিশেষ করে মহিলাদের কাছে তৃণমূলের উন্নয়ন মূলক প্রকল্পের গান ও গল্পের খতিয়ান তুলে ধরা হয়।
