মিষ্টি হাসি, ফাঙ্কি পোশাকই ছিল তাঁর মূল ইউএসপি। তখনও হোয়াটসঅ্যাপ আসেনি। ডিজিটাক দুনিয়াও এইভাবে জাঁকিয়ে বসেনি। কখন টেলিভিশনের পর্দার সেই সুন্দরী আপনার চিঠি খুলে নিজের হাতে পরবেন, সেই অপেক্ষায় থাকতেন আপনিও। মনে আছে হাওড়া ব্রিজের কথা? মনে আছে মোনালিসা পালের কথা? বহুদিন হল আর টেলিভিশনের পর্দায় দেখা যায় না তাঁকে। এখন কোথায় তিনি? কী করেন জানেন?
বহু দিন ধরেই ছোট পর্দা থেকে দূরে আছেন মোনালিসা। বছর দুয়েক আগেই মা হয়েছেন তিনি। ঘরে এসেছে পুত্রসন্তান। স্বামী, সংসার নিয়েই ব্যস্ত আছেন মোনালিসা। চুটিয়ে করছেন সংসার। কী করেন মোনালিসার স্বামী? ছোটবেলার প্রেমিককে বিয়ে করেন মোনালিসা। একই স্কুলে পড়তেন। একই প্রাইভেট টিউটর ছিল তাঁদের। যদিও হাইস্কুলে আলাদা হয়ে যান দু’জনেই। লন্ডনে পড়তে চলে যান তাঁর স্বামী। ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর স্বামীর কোনও যোগাযোগ নেই। এই মুহূর্তে আইটিতে রয়েছেন তাঁর স্বামী। তাঁর স্বামীর নাম বিশ্বজিৎ সরকার। সে সময় তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিয়ের পরেও কাজ চালিয়ে যেতে চান। পরিবার ও স্বামী এতটাই পাশে রয়েছেন যে নতুন জীবন কখনওই বাধা হয়ে দাঁড়াবে না তাঁর ক্ষেত্রে। হয়েছিলও তাই। বিয়ের পরেও বেশ কিছু ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। দর্শকের ভালবাসাও পেয়েছেন। তবে সন্তান হওয়ার পর থেকে খানিক অন্তরালেই তিনি। তিনি দ্রুত কাজে ফিরুন, এমনটাই চান তাঁর ভক্তরা।