৪৮ ঘণ্টায় লক্ষ লক্ষ টাকার বিল! প্রকাশ্যে সইফের মেডিক্লেমের কাগজ

Jan 18, 2025 | 4:18 PM

বিপদ কেটেছে সইফের। বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই অভিনেতা সইফ আলি খানের উপর আক্রমণ করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে নায়কের উপর আঘাত করেন সেই ব্যক্তি। প্রায় ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে সইফের। মুম্বইয়ের অন্যতম দামি হাসপাতালে ভর্তি করানো হয়েছে নায়ককে ।

৪৮ ঘণ্টায় লক্ষ লক্ষ টাকার বিল! প্রকাশ্যে সইফের মেডিক্লেমের কাগজ

Follow Us

বিপদ কেটেছে সইফের। বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই অভিনেতা সইফ আলি খানের উপর আক্রমণ করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে নায়কের উপর আঘাত করেন সেই ব্যক্তি। প্রায় ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে সইফের। মুম্বইয়ের অন্যতম দামি হাসপাতালে ভর্তি করানো হয়েছে নায়ককে। দু’দিন হল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই ৪৮ ঘণ্টায় সইফের নামে কত বিল করেছে লীলাবতী নার্সিংহোম? শুনলেই চোখ উঠবে কপালে। বলিপাড়ার তারকা বলে কথা নার্সিংহোমের বিলের অঙ্ক তো বড় হবে সেটাই স্বাভাবিক। কিন্তু তা বলে ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই এত লক্ষের বিল। পিলে চমকে গিয়েছে সইফ অনুরাগীদের। সম্প্রতি এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এসেছে সইফের মেডিক্লেমের কিছু নথি।


যে নথিতে দেখা যাচ্ছে মেডিক্লেম কোম্পানির থেকে ৩৫.৯৫ লক্ষ টাকা দাবি করেছে। যার ২৫ লক্ষ টাকা ইতিমধ্যেই অনুমোদন করেছে বিমা কোম্পানি। নথি প্রদত্ত তথ্যের ভিত্তিতে, ৫৪ বছর বয়সি অভিনেতা বর্তমানে বান্দ্রার লীলাবতী হাসপাতালের স্যুট রুমে ভর্তি আছেন। নিভা বুপা স্বাস্থ্য বিমা সংস্থা এই তথ্য নিশ্চিতও করেছে Mint-এর কাছে। জানানো হয়েছে ‘হাসপাতালে তিনি ভর্তির পরে আমাদের কাছে ক্যাশলেস প্রি-অথারাইজেশন রিকোয়েস্ট পাঠানো হয়েছিল এবং আমরা প্রাথমিক চিকিত্‍সা শুরু করার জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছি।’ প্রসঙ্গত, বলি সূত্রে খবর সইফ সুস্থ হওয়ার পথে। লীলাবতী হাসপাতালের সিওও ডাঃ নীরজ উত্তমণি বলেন, ‘শুক্রবার দুপুরের দিকে আমরা সইফকে একটি বিশেষ ঘরে স্থানান্তরিত করি। সে বিপদের বাইরে আছে। সঙ্গে খুব চনমনেও। আশা করছি আমরা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ডিসচার্জ করে দিতে পারব।’

Next Article