বলিউডে ব্যর্থ, শশী কাপুরের একমাত্র মেয়ে আজ কীভাবে দিন কাটান জানেন?

Sanjana Kapoor: ১৯৫৮ সালের এরকমই এক জুলাই মাসে বিদেশিনী জেনিফার কেন্ডেলকে বিয়ে করেন শশী কাপুর। পরের বছরই ১৯৫৯ সালে তাঁদের কোলে আসে প্রথম সন্তান কুনাল কাপুর। দ্বিতীয় সন্তানের জন্ম হয় ১৯৬২ সালে, বাবা-মা ভালবেসে নাম দেন করণ কাপুর। ১৯৬৭ সালের ২৭ নভেম্বর জন্ম নেয় তাঁদের তৃতীয় সন্তান সঞ্জনা কাপুর। পরিবারের এক বৃত্ত যেন সম্পূর্ণ হয়।

বলিউডে ব্যর্থ, শশী কাপুরের একমাত্র মেয়ে আজ কীভাবে দিন কাটান জানেন?
কেমন আছেন সঞ্জনা?
Follow Us:
| Updated on: Jul 01, 2024 | 9:45 PM

শশী কাপুর– বলিউডকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন যে গুটিকয়েক মানুষ তাঁর মধ্যে তিনি অন্যতম। তাঁর আইকনিক ডান্স স্টাইল, অপূর্ব সুন্দর চেহারার ভক্ত নেহাত কম নয়। তাঁর তিন ছেলে মেয়ে, সে কথা হয়তো অনেকেরই জানা। দুই ছেলে ও এক মেয়ের কেউই বলিউডে ‘হালে পানি পাননি’। যদিও তিন জনেই কেরিয়ার শুরু করেছিলেন অভিনয়ের হাত ধরেই। আজ তাঁরা কী করেন? কী করেন তাঁর একমাত্র আদরের মেয়ে সঞ্জনা কাপুর?

১৯৫৮ সালের এরকমই এক জুলাই মাসে বিদেশিনী জেনিফার কেন্ডেলকে বিয়ে করেন শশী কাপুর। পরের বছরই ১৯৫৯ সালে তাঁদের কোলে আসে প্রথম সন্তান কুনাল কাপুর। দ্বিতীয় সন্তানের জন্ম হয় ১৯৬২ সালে, বাবা-মা ভালবেসে নাম দেন করণ কাপুর। ১৯৬৭ সালের ২৭ নভেম্বর জন্ম নেয় তাঁদের তৃতীয় সন্তান সঞ্জনা কাপুর। পরিবারের এক বৃত্ত যেন সম্পূর্ণ হয়। বাবার মতো সঞ্জনাও তাঁর কেরিয়ার শুরু করেছিলেন সিনেমার হাত ধরেই। ‘৩৬ চৌরঙ্গী লেন’ ছবির কথা মনে পড়ে? শশী কাপুর প্রযোজিত অপর্ণা সেন পরিচালিত ওই ছবি দিয়ে ছবির দুনিয়ায় পা রাখেন সঞ্জনা। এরপর একে একে ‘উৎসব’, ‘সালাম বম্বে’, ‘হিরো হিরালাল’– ছবিতেও কাজ করতে দেখা যায়। তবে কোনও ছবিই বক্স অফিসে উল্লেখযোগ্য পারফর্ম করেনি।

View this post on Instagram

A post shared by Priya (@bollywoodtriviapc)

এর পরেই কেরিয়ার বদল করেন তিনি। বলিউডকে জানান বিদায়। কিছু দিন ব্রেকের পর ২০১২ সালে নিজের থিয়েটার গ্রুপ ‘জুনুন’ তৈরি করেন তিনি। মঞ্চনাটকই হয়ে ওঠে তাঁর প্রধান উপজীব্য। আজও ওই কাজই করে চলেছেন তিনি। বলিউডে লাইমলাইট থেকে দূরে সরে এসে নাটকের মঞ্চকেই করেছেন আপন। তাঁর দুই দাদাও প্রথম দিকে বলিউডে কাজ করলেও আজ তাঁরা অন্য পেশায়। কুনার কাপুর একজন অ্যাডগুরু। অন্যদিকে করণ কাপুর একজন অ্যাওয়ার্ড প্রাপ্ত ফটোগ্রাফার।