Exclusive: হাউ-হাউ করে কাঁদতাম, দোলের দিন কোন ঘটনা সামনে আনলেন দীপঙ্কর-ঘরণী?

Mar 14, 2025 | 10:00 AM

Dolon Roy: দোলের দিনটা কীভাবে পালন করেন দীপঙ্কর দের সঙ্গে? TV9 বাংলা দোলনের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমেই বলেন, দোল খেলার ইচ্ছে কোনওদিনই তাঁর সেভাবে ছিল না। বরং তিনি পছন্দ করতেন না। সেই সময় দোল উৎসব পালনের এতটা ঘটাও ছিল না। 

Exclusive: হাউ-হাউ করে কাঁদতাম, দোলের দিন কোন ঘটনা সামনে আনলেন দীপঙ্কর-ঘরণী?

Follow Us

দোল উৎসব মানেই আনন্দ আয়োজন। তবে এই বিশেষদিনটা এক একজনের কাছে এক এক রকমের। কারও স্মৃতি বেজায় রঙিন, কেউ আবার এই দোল উৎসব থেকেই নিজেকে দূরে সরিয়ে রাখতে চান। সেই তালিকায় পড়েন অভিনেত্রী দোলন রায়। বর্তমানে তিনি দীপঙ্কর দের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। বয়স পেড়িয়েছে বহু বসন্ত। তবুও স্মৃতিরা আজও তরজাতা। তাই দোলের দিন এক পলকে শৈশবে ফিরলেন অভিনেত্রী। জানালেন বর্তমানে দোলের দিনটা কীভাবে পালন করেন দীপঙ্কর দের সঙ্গে? TV9 বাংলা দোলনের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমেই বলেন, দোল খেলার ইচ্ছে কোনওদিনই তাঁর সেভাবে ছিল না। বরং তিনি পছন্দ করতেন না। সেই সময় দোল উৎসব পালনের এতটা ঘটাও ছিল না।

দোলেনর কথায়, “আমি বরাবরই একটু দূরে সরে থাকতাম। পাড়ার অনেকেই আসতেন মা-বাবাকে রং দিয়ে যেতেন, তা দেখে ভয়ে আমি হাউ-হাউ করে কাঁদতাম। আমি রঙে ভীষণ ভয় পেতাম। তারপর একটা সময় পর লেখাপড়া নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম। ও পাড়ায় বেরিয়ে রঙ খেলার চলটাই ছিল না। নিজেদের মতো করে আবির খেলতাম। দোলে আমি এমনভাবেই কাটিয়েছি বরাবর।”

আর এখন? প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে বললেন, “ওঁর (দীপঙ্কর দে) চোখে সমস্যা। এমনিতেই ও রং পছন্দ করে না। ওই বলে ‘একটু ব্যস’, তাই একটা টিপ, একটু পায়ে আবির, ওই অবধি। বাকি রং খেলা নিয়ে খুব একটা আগ্রহ কোনওদিন দেখাইনি আমি।”