দোলন রায় কাশ্মীরের এই সন্ত্রাসবাদী হামলা নিয়ে কী বলছেন?

কাশ্মীরে এত পর্যটকদের আগমন ঘটেছিল, সেটার যেমন ক্ষতি হল। তেমনই সন্ত্রাসবাদী হামলা নক্কার জনক ঘটনা। সঙ্গে তাঁদের ছোট শিশু থেকে বয়স্ক মানুষ ছিল, সব মিলিয়ে আতঙ্কিত পর্যটকরা।

দোলন রায় কাশ্মীরের এই সন্ত্রাসবাদী হামলা নিয়ে কী বলছেন?

|

Apr 24, 2025 | 2:12 PM

কাশ্মীরের এই সন্ত্রাসবাদী হামলায় গোটা দেশ জুরে ধিক্কার জানাচ্ছে , সাধারন মানুয থেকে সেলেবরা।  টলিউড অভিনেত্রী দোলন রায় কাশ্মীরের এই সন্ত্রাসবাদী হামলায় খুব দুঃখ পেয়েছেন। তিনি টিভিনাইন বাংলার কাছে বলেন, ” আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ। এখনতো দেখি সবাই দেশ বিদেশে ছুটি কাটাতে যাচ্ছেন। তবে আমি আর দীপঙ্কর দে অনেক আগে থেকেই ঘুরতে ভালবাসি। আমরা যখন বিদেশ ঘুরতে যেতাম, টনিউডের অনেকেই খুব বেশি বিদেশ ঘুরতে যেতেন না। এখনতো ঘুরতে জাওয়া একটা ট্রন্ড হয়ে গিয়েছে । স্যোশাল মিডিয়ার কারনে সব খবর সামনে আসে। ”

তিনি আরও বলেন, ”  আমার কাছে এটা দুঃখের। দেখো মানুষ সারা বছর প্রচণ্ড কাজের চাপ নিয়ে দিন কাটায়। তাই যখন কেউ বেড়াতে যায়, তার একটা অন্যরকম উত্তেজনা কাজ করে। অন্য ধরনের হরমোন নিসৃত হয়। যাতে মানুষের মনে আনন্দ বোধ হয়, তার শারীরিক ও মানসিক উন্নতি হয়, সেখানে দাঁড়িয়ে যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা সন্ত্রাসবাদী হামলা হওয়া খুব দুঃখ জনক। এই যে কাশ্মীরে এত পর্যটকদের আগমন ঘটেছিল, সেটার যেমন ক্ষতি হল। তেমনই সন্ত্রাসবাদী হামলা নক্কার জনক ঘটনা। সঙ্গে তাঁদের ছোট শিশু থেকে বয়স্ক মানুষ ছিল, সব মিলিয়ে আতঙ্কিত পর্যটকরা। নিজের দেশেই স্বাধীনভাবে  ঘোরাও যাবেনা। আমি খুব দুঃখে রয়েছি।”