আরজি কর কাণ্ডে ফুঁসছে শহর কলকাতা। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে প্রতিবাদ। এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। দু’দিন আগেই দেব জানিয়েছিলেন আগামীকাল অর্থাৎ ১৪ অগস্ট মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘খাদান’-এর টিজার। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে দগ্ধ তাঁর মন। সাধারণেরও যা মানসিক অবস্থা সেখানে দাঁড়িয়ে এই টিজার মুক্তি নিয়ে তিনি নিলেন বড় সিদ্ধান্ত। অর্থনৈতিক ক্ষতির হবে জেনেও প্রযোজক হিসেবে তাঁর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। কী সিদ্ধান্ত দেবের?
আগামীকাল বহু প্রতীক্ষিত ছবি খাদানের টিজার মুক্তি হবে না বলেই জানিয়েছেন দেব। এক বিবৃতিতে তিনি বলেন, “আরজি করে নৃশংসতায় আমরা গভীর ভাবে শোকাহত। একটি টিম হিসেবে এই কাজের বিরোধিতা করছি। একই সঙ্গে খাদানের টিজার মুক্তিও স্থগিত রাখছি। এই সময় আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ নির্যাতিতার বিচার। আশা রাখছি তিনি দ্রুত বিচার পাবেন। অপরাধী শাস্তি পাবে। নির্যাতিতার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। সব আগে ঠিক হোক।”
এই মুহূর্তে বিদেশে আছেন দেব। সঙ্গে রয়েছে প্রেমিকা রুক্মিণী। খাদান তাঁর হাইবাজেট ছবি। তা সত্ত্বেও সাম্প্রতিক অতীতে ঘটা ঘটনার জেরে সাংসদের এই সিদ্ধান্তে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ। একই সঙ্গে তাঁদের প্রশ্ন রাজ চক্রবর্তী ও সৃজিত মুখোপাধ্যায়কেও। আগামী ১৫ অগস্ট শহর জুড়ে তাঁদের দুই বিগ বাজেট ছবি ‘বাবলি’ ও ‘পদাতিক মুক্তি কথা। নেটিজেনদের প্রশ্ন, “এরকম এক সংবেদনশীল সময়ে তাঁরাও কি দেবের পথেই হাঁটবেন?” উত্তর লুকিয়ে সময়ের হাতেই।