আবার ফিরছে ‘ভিলেন’! এবার ‘যুদ্ধ’ জন-অর্জুনের
‘এক ভিলেন রিটার্ন্স’-এর শুটিং শুরু হল আজ। শুটিং শুরুর কথা ঘোষণা করে ‘এম এস ধোনি’ খ্যাত নায়িকা দিশা পাটানি ছবি পোস্ট করেন।
২০১৪ সালের ছবি। ‘এক ভিলেন’। অভিনয়ে ছিলেন রিতেশ দেশমুখ, শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা। রোমাান্টিক থ্রিলার ছবির পরিচালক ছিলেন মোহিত সুরি। সাত বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবিটির সিক্যুয়েল নিয়ে হাজির পরিচালক। ছবির নাম ‘এক ভিলেন রিটার্ন্স’। তবে নতুন এই ছবিতে নেই শ্রদ্ধা-সিদ্ধার্থ-রিতেশ। এসেছে বেশ কয়েক নতুন মুখ। মুখ্য চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম এবং দিশা পাটানি। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন কাপুর এবং তারা সুতারিয়া।
View this post on Instagram
‘এক ভিলেন রিটার্ন্স’-এর শুটিং শুরু হল আজ। শুটিং শুরুর কথা ঘোষণা করে ‘এম এস ধোনি’ খ্যাত নায়িকা দিশা পাটানি ছবি পোস্ট করেন। ছবিতে এক ব্ল্যাক হুডি পরে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। মুখ দেখাচ্ছেন না দিশা। হুডিতে লেখা ছবির নাম— ‘এক ভিলেন রিটার্ন্স’। আঙুল দিয়ে ‘ভিক্ট্রি সাইন’ করে দেখাচ্ছেন। ছবিতে কমেন্ট করেন দিশার রিউমার্ড বয়ফ্রেন্ড টাইগার শ্রফ। তিনি লেখেন, ‘অল দ্য বেস্ট ভিলেন’। টাইগারের বোন কৃষ্ণা শ্রফও কমেন্ট করেন দিশার পোস্টে। কৃষ্ণা লেখেন, ‘উ হু…অল দ্য বেস্ট, আমার ডি। ফাটিয়ে দাও যেমন তুমি করে থাকো’
View this post on Instagram
শুধু দিশা পাটানি নন। ছবির হিরো অর্থাৎ জন আব্রাহামও নিজের ইনস্টা হ্যান্ডেলে মুম্বইয়ের বিখ্যাত প্রেক্ষাগৃহ, ‘গেটি গ্যালাক্সি’র সামনে ফিল্মের কাস্টের সঙ্গে এক ছবি তুলে পোস্ট করেন ইনস্টা হ্যান্ডেলে। লেখেন, ‘এবং শুরু হল…’
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে মোহিত সুরি পরিচালিত ‘এক ভিলেন রিটার্ন্স’।
View this post on Instagram