একাধিক পার্টনারের সঙ্গে প্রায়শই যৌনতায় জড়াব না: একতা কাপুর

শুভঙ্কর চক্রবর্তী |

Jan 03, 2021 | 12:46 PM

আর ২ তারিখে জানালেন আরেক প্ল্যানের কথা। কী সে-ই প্ল্যান।

একাধিক পার্টনারের সঙ্গে প্রায়শই যৌনতায় জড়াব না: একতা কাপুর
একতা কাপুর।

Follow Us

নিউ ইয়ার মানে নিউ ইয়ার রিজোলিউশন। কিছু প্রতিশ্রুতি, যা খুব কম সময়ে পালন করা হয়েছে। বেশিরভাগ সময় আমরা নিজেদের প্রমিস করি, ‘টাকাপয়সার সেভিংস করব’ কিংবা ‘রোজ জিমে যাব’ কিন্তু সে প্রমিস কি রাখার কোনও চেষ্টা করি!

ঠিক তেমন এক নিউ ইয়ার রেজলিউশন নিলেন টেলিভিশনের অন্যতম এক ব্যক্তিত্ব এবং প্রযোজক। (Ekta Kapoor) একতা কাপুর। তিনি ১লা জানুয়ারির প্ল্যান জানালেন। আর ২ তারিখে জানালেন আরেক প্ল্যানের কথা। কী সে-ই প্ল্যান?

 

 

একতা লিখলেন, “১লা জানুয়ারি আমি প্ল্যান করছি, মদপান করব না, ধূমপান করব না আর একাধিক পার্টনারের সঙ্গে প্রায়শই যৌনতায় জড়াব না।” ঠিক তার পরের লাইনগুলোয় একেবারে উল্টো কথা লিখে ফেললেন তিনি। একতা পরের লাইনে লিখলেন “২ রা জানুয়ারিত আমি আমার মিথ্যাচারের জন্য থেরাপি নেওয়ার পরিকল্পনা করছি”

 

 

একতার রেজোলিউশন।

 

 

অন্যদিকে একতার আরেক পোস্টে উঠে আসে এক জনৈক ব্যক্তির নাম। তনবীর বুকওয়ালা। সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে যে তনবীরের সঙ্গে গাঁটছড়া হয়তো বাঁধতে চলেছেন একতা। তিনি ক্যাপশানে লেখেন, ‘আমরা এখন আছি। পুরো ঘটনা শীঘ্রই বলব।’ ঠিক তারপরে তনবীর রিপ্লাইয়ে লখেন, ‘উত্তেজনা এবং স্থিতিশীল। অনেক বলে দিয়েছি।’ পরে অবশ্য জানা যায় তনবীরের সঙ্গে পেশাগত কারণে হাত ধরতে চলেছেন একতা কাপুর।

Next Article