অনস্ক্রিন চুমু কি তাঁর কাছে অভিশাপ ছিল? কী বললেন ইমরান

শুভঙ্কর চক্রবর্তী |

Mar 21, 2021 | 3:02 PM

আমি শুধু কাজ করছিলাম, লক্ষ-লক্ষ মানুষ দেখে মুগ্ধ হচ্ছিল! বললেন ইমরান।

Follow Us

তাঁর অন স্ক্রিন চুমু খাওয়ার রেকর্ডে ঠোঁট বসাতে পারেনি কেউ। অভিনেত্রীদের মতে ইমরান হাশমি দারুম চুমু খান। আর ইমরান বলেন, “যতবার নায়িকাদের পর্দায় চুমু খেয়েছি, ততবারই স্ত্রীর হাতে মার খেতে হত!” এমনকি ইমরানকে দেওয়া হয়েছিল এক নতুন নাম বলিউডের ‘সিরিয়াল কিসার’।

সংবাদমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে ইমরানের কাছে প্রশ্ন ছিল, এই ‘সিরিয়াল কিসার’ অফ বলিউড এই নামটি কি তাঁর কাছে অভিশাপ না এটা তাঁর হয়ে কাজ করেছে? উত্তরে ইমরান বলেন, “জানি না, আমি মনে করি এটি উভয়ভাবেই কাজ করেছে।

আরও পড়ুন ইনস্টা হ্যান্ডেলে কেন লেখা ‘অসলি’? কারণ বললেন সোনাক্ষী

একভাবে সাহায্য করেছে যে আপনি কোনও কিছুর সঙ্গে যুক্ত, এটা বোঝাতে। এমন অনেক না-শোনা সাহসী গল্পগুলো আমার কাছে তখন আসছিল। এটি আমার কাছে ভিন্ন এক ট্র্যাক ছিল; আমার নিজের যাত্রা এবং রোডম্যাপ ছিল। যদি এতে কোনও নেগেটিভ থাকে তবে আমার ধারণা ‘ট্যাগ’-এর জন্য সেটাকে কল্পনা করা হয়নি। আমি কেন সে পথে হাঁটব না যেখানে আমি বিভিন্ন গল্পে, বিভিন্ন চরিত্র করছি। তখনকার সময় আলাদা ছিল, এখন দেশ জেগে উঠছে, এবং তাঁরা এটিকে উদ্ভট মনে করছে। তাঁরা এটা দেখে অবাক হয়। আমি শুধু আমার কাজই করছিলাম, তবে লক্ষ লক্ষ দর্শক এটি দেখেছিল এবং মুগ্ধ হয়েছিল। তাদের শুভকামনা জানাই।”

 

 

তাঁকে এও জিজ্ঞেস করা হয় অনস্ক্রিন চুম্বনে এখন আর কারওর মুখ ভার হয় না। মনে হয় না যেভাবে এটি গ্রহণযোগ্যতা পেল তাতে আপনার ভূমিকা রয়েছে? একগাল হেসে ইমরান উত্তরে দেন। তিনি বলেন, “এটি আমাকে এত গুরুত্বপূর্ণ করে তোলে যে আমি হিন্দি সিনেমায় মোড় ঘুরিয়ে দেওয়া এক অংশ হয়ে উঠেছিলাম। তবে এটা একটা দৃষ্টান্তমূলক বদল ছিল। তবে আপনি যখন এতে থাকেন, আপনি সেভাবে বুঝতে পারেন না। সম্ভবত, কিছু মানুষের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল যাঁরা ফিসফাস করে চুম্বনের কথা বলেন কিন্তু এটি বড় পর্দায় দেখতে পছন্দ করেন না। তাঁদের কাছে মনে হতে পারে আমি এই ওয়েভ এনেছি কিন্তু আমি সেভাবে দেখিনি। আমি শুধু একজন অভিনেতা হিসাবে আমার কাজ করছিলাম। আমি পরিচালকের ভিশনকে আমার জীবনে তৈরি করছিলাম যা আমার কাছ থেকে তিনি প্রত্যাশা করছিলেন, কোনও প্রশ্ন না করেই। জনগণকে কীভাবে প্রভাবিত করছে বা কীভাবে এটা প্রভাব ফেলবে সেই উদ্দেশ্যের অভিমুখ আমার কাছে স্পষ্ট ছিল না।”

 

তাঁর অন স্ক্রিন চুমু খাওয়ার রেকর্ডে ঠোঁট বসাতে পারেনি কেউ। অভিনেত্রীদের মতে ইমরান হাশমি দারুম চুমু খান। আর ইমরান বলেন, “যতবার নায়িকাদের পর্দায় চুমু খেয়েছি, ততবারই স্ত্রীর হাতে মার খেতে হত!” এমনকি ইমরানকে দেওয়া হয়েছিল এক নতুন নাম বলিউডের ‘সিরিয়াল কিসার’।

সংবাদমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে ইমরানের কাছে প্রশ্ন ছিল, এই ‘সিরিয়াল কিসার’ অফ বলিউড এই নামটি কি তাঁর কাছে অভিশাপ না এটা তাঁর হয়ে কাজ করেছে? উত্তরে ইমরান বলেন, “জানি না, আমি মনে করি এটি উভয়ভাবেই কাজ করেছে।

আরও পড়ুন ইনস্টা হ্যান্ডেলে কেন লেখা ‘অসলি’? কারণ বললেন সোনাক্ষী

একভাবে সাহায্য করেছে যে আপনি কোনও কিছুর সঙ্গে যুক্ত, এটা বোঝাতে। এমন অনেক না-শোনা সাহসী গল্পগুলো আমার কাছে তখন আসছিল। এটি আমার কাছে ভিন্ন এক ট্র্যাক ছিল; আমার নিজের যাত্রা এবং রোডম্যাপ ছিল। যদি এতে কোনও নেগেটিভ থাকে তবে আমার ধারণা ‘ট্যাগ’-এর জন্য সেটাকে কল্পনা করা হয়নি। আমি কেন সে পথে হাঁটব না যেখানে আমি বিভিন্ন গল্পে, বিভিন্ন চরিত্র করছি। তখনকার সময় আলাদা ছিল, এখন দেশ জেগে উঠছে, এবং তাঁরা এটিকে উদ্ভট মনে করছে। তাঁরা এটা দেখে অবাক হয়। আমি শুধু আমার কাজই করছিলাম, তবে লক্ষ লক্ষ দর্শক এটি দেখেছিল এবং মুগ্ধ হয়েছিল। তাদের শুভকামনা জানাই।”

 

 

তাঁকে এও জিজ্ঞেস করা হয় অনস্ক্রিন চুম্বনে এখন আর কারওর মুখ ভার হয় না। মনে হয় না যেভাবে এটি গ্রহণযোগ্যতা পেল তাতে আপনার ভূমিকা রয়েছে? একগাল হেসে ইমরান উত্তরে দেন। তিনি বলেন, “এটি আমাকে এত গুরুত্বপূর্ণ করে তোলে যে আমি হিন্দি সিনেমায় মোড় ঘুরিয়ে দেওয়া এক অংশ হয়ে উঠেছিলাম। তবে এটা একটা দৃষ্টান্তমূলক বদল ছিল। তবে আপনি যখন এতে থাকেন, আপনি সেভাবে বুঝতে পারেন না। সম্ভবত, কিছু মানুষের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল যাঁরা ফিসফাস করে চুম্বনের কথা বলেন কিন্তু এটি বড় পর্দায় দেখতে পছন্দ করেন না। তাঁদের কাছে মনে হতে পারে আমি এই ওয়েভ এনেছি কিন্তু আমি সেভাবে দেখিনি। আমি শুধু একজন অভিনেতা হিসাবে আমার কাজ করছিলাম। আমি পরিচালকের ভিশনকে আমার জীবনে তৈরি করছিলাম যা আমার কাছ থেকে তিনি প্রত্যাশা করছিলেন, কোনও প্রশ্ন না করেই। জনগণকে কীভাবে প্রভাবিত করছে বা কীভাবে এটা প্রভাব ফেলবে সেই উদ্দেশ্যের অভিমুখ আমার কাছে স্পষ্ট ছিল না।”

 

Next Article