রাজ চক্রবর্তীকে আইনি নোটিস যাদবপুরের প্রাক্তনীর, কী ‘অপরাধ’ পরিচালকের?

কয়েকদিন আগে ছবির একটি সংলাপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আর এবার ছবির বিষয়বস্তু ও নির্মান নিয়ে রাজের বিরুদ্ধে অভিযোগ তুললেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তণী অভিষেক বিশ্বাস। ফেসবুকে আইনি নোটিসের ছবি শেয়ার করে গর্জে উঠলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্র।

রাজ চক্রবর্তীকে আইনি নোটিস যাদবপুরের প্রাক্তনীর, কী অপরাধ পরিচালকের?

|

Jan 24, 2026 | 4:34 PM

ফের সোশাল মিডিয়ায় চর্চায় পরিচালক রাজ চক্রবর্তীর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি হোক কলরব। কয়েকদিন আগে ছবির ক্ষুদিরামকে অবমাননা করার অভিযোগ ওঠে, ছবির একটি সংলাপকে কেন্দ্র করে। আর এবার ছবির বিষয়বস্তু ও নির্মান নিয়ে রাজের বিরুদ্ধে অভিযোগ তুললেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তণী অভিষেক বিশ্বাস। ফেসবুকে আইনি নোটিসের ছবি শেয়ার করে গর্জে উঠলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্র।

রাজের বিরুদ্ধে কী অভিযোগ?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিষেকের অভিযোগ, এই ছবির ট্রেলার ও টিজারে যা দেখানো হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নষ্ট করে। অভিষেকের মতে, পুরোটাই মিথ্যাচার করেছেন পরিচালক। ফেসবুকে তিনি লিখলেন, ”সম্প্রতি ‘হোক কলরব’ নামের এক সিনেমায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে নানাভাবে মিথ্যাচার করা হয়। যা তার ট্রেলার ও টিজার দেখেই স্পষ্ট – পেট্রল বোমা ছোড়া বা থানায় আগুন লাগিয়ে দেওয়ার মতো মারাত্মক ক্রাইম দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে; শান্তিপূর্ণ আন্দোলন বা মিছিল হলেও বিগত ৫০ বছরের ইতিহাসে এর কোনো নিদর্শন নেই!”

এই পোস্টেই অভিষেক আরও লিখলেন, ”একজন প্রাক্তনী হিসেবে বিশ্ববিদ্যালয়ের মানহানির বিরুদ্ধে এইটুকু প্রতিবাদ রইলো – ব্যক্তিগত আইনি নোটিশ পাঠালাম রাজ চক্রবর্তী কে – সাথে CBFC ও আরও সিনেমার রেগুলেশন বোর্ড কেও জানিয়েছি! ভগবানে বিশ্বাস করলেও মূর্তি পুজোয় বিশ্বাস করিনা; আমার কাছে মন্দির একটাই – যাদবপুর বিশ্ববিদ্যালয়| যাদবপুর ছাড়া পড়াশুনাটুকু চালিয়ে যেতে পারতো না আজও এরকম বহু পড়ুয়া সারা বাংলা তথা ভারত জুড়ে রয়েছে – মাত্র ১০,০০০ টাকার মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়া যাবে এমন কলেজ আছে আর? যেকোনো র্র্যাঙ্ক সিস্টেমে পশ্চিমবঙ্গের সেরা রাজ্য-সরকারি কলেজ আজও যাদবপুর – সারাক্ষন আমরা এসব করলে (সিনেমায় যা দেখানো হয়েছে) পড়াশুনা করলাম কখন? হয়তো লড়াইয়ে জিততে পারবোনা (বা পারবো) কিন্তু এটা লেখা থাকবে যাদবপুরের ছাত্র ও প্রাক্তনীরা লড়েছিল; সমস্ত ছাত্র-ছাত্রী ও প্রাক্তনী কে অনুরোধ আপনারা প্রতিবাদ টুকু করুন – যাদবপুর বাংলার অহংকার – একে শেষ হতে দেবেন না! শিল্পীর স্বাধীনতা থাক, মিথ্যা না ছড়িয়ে।”

বিষয়টি নিয়ে রাজ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে, রাজ টিভি নাইন বাংলাকে জানান, ”আমি বিষয়টি সাংবাদিকদের কাছ থেকেই জানতে পেরেছি। আমার লিগ‍্যাল টিম বিষয়টা দেখাশোনা করছে। তারাই যথা সময়ে উত্তর দেবে। তবে এটুকু বলব, আমার ছবিতে কোনও বিশ্ববিদ‍্যালয়, কোনও মানুষ, প্রশাসন কাউকেই ‘ছোট’ করা দেখানো হয়নি। যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ের সঙ্গে যুক্ত অনেক দর্শকই ছবি দেখেছেন। তাঁদের ভালো লেগেছে। কিন্তু যেহেতু এটা আইনি বিষয়, সেই টিমই উত্তর দেবে।”