EXCLUSIVE: মহাকুম্ভ থেকে বলিউড! এবার ‘অগ্নিগর্ভ’ মণিপুর নিয়ে সিনেমায় ভাইরাল সেই মোনালিসা

আকাশ মিশ্র |

Jan 23, 2025 | 3:23 PM

ছবিতে কোন চরিত্রে দেখা যাবে মোনালিসাকে? কেনই বা বাছলেন কুম্ভের ভাইরালকন্যাকে? মহাকুম্ভে দাঁড়িয়েই টিভি নাইন বাংলা ডিজিটালের কাছে সবটা বললেন পরিচালক সানোজ মিশ্র।

EXCLUSIVE: মহাকুম্ভ থেকে বলিউড! এবার অগ্নিগর্ভ মণিপুর নিয়ে সিনেমায় ভাইরাল সেই মোনালিসা

Follow Us

প্ল্যান ছিল মহাকুম্ভে পৌঁছে মালা বিক্রি করবেন। সংসার চালানোর জন্য রোজগার করবেন টাকা। কিন্তু মহাকুম্ভের ভাইরালকন্যা মোনালিসার ললাটে অন্য কাহিনিই লিখে রেখেছিলেন ঈশ্বর। আর সেই কাহিনির নিয়ম মেনেই, একে একে ঘটতে শুরু করল ঘটনা। প্রথমে ব্লগারের হাত ধরে ভাইরাল হওয়া। পরে সেই ভাইরাল হওয়ার কারণে মেকওভার। তারপর আরও ভাইরাল। আর এবার সোজা কুম্ভ থেকে বলিউডে পা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। মহাকুম্ভের সেই ধূসর চোখের মোনালিসাকে এবার দেখা যাবে বলিউডের পর্দায়। বলিউড ছবির পরিচালক সানোজ মিশ্র, মোনালিসাকে নায়িকা বানিয়ে তৈরি করতে চলেছেন, তাঁর নতুন ছবি ‘মণিপুর ডায়ারিজ’। এই ছবিতে কোন চরিত্রে দেখা যাবে মোনালিসাকে? কেনই বা বাছলেন কুম্ভের ভাইরালকন্যাকে? মহাকুম্ভে দাঁড়িয়েই টিভি নাইন বাংলা ডিজিটালের কাছে সবটা বললেন পরিচালক সানোজ ।

মোনালিসার বয়স মাত্র ১৬। মা-বাবা, তুতো ভাইবোনদের নিয়ে ইন্দোরে খুবই নিম্নবিত্ত সংসার তাঁর। একটু ভাল রোজগারের আশায় মহাকুম্ভে বোনদের সঙ্গে মালা বিক্রি করতে এসেছিলেন মোনালিসা। কিন্তু মালা বেচা তো দূর অস্ত, ধূসর চোখ, সুন্দর মুখশ্রীর কারণে রাতারাতি সোশাল মিডিয়া সেনসেশন হয়ে উঠলেন মোনালিসা। প্রথম প্রথম বিষয়টা উপভোগই করছিলেন মোনালিসা। কিন্তু পরের দিকে ব্লগার, সংবাদমাধ্যমের দৌরাত্মে রীতিমতো বিরক্ত তিনি। মালা বিক্রি এতটাই কমতে থাকল যে, দুশ্চিন্তায় কেঁদেই ফেলেছিলেন তিনি। মোনালিসার সেই ভিডিও হয়েছিল ভাইরাল। আর এবার সেই মোনালিসার ঝুলিতেই বলিউড ছবির অফার।

এই খবরটিও পড়ুন

 

মোনালিসা কী পরিচালক সানোজের অফারে রাজি হলেন?

পরিচালক জানালেন, ”এই ভাইরাল হওয়ার দুনিয়ায়, বেশিরভাগ সময়ই দেখা যায়, অশ্লীল ভিডিও করেই ভাইরাল হচ্ছে সবাই। সেখানে মোনালিসার মুখের মধ্যে একটা নম্রতা রয়েছে। চোখ দুটো নিষ্পাপ। কোনও অশ্লীলতা না করেই সবার কাছে প্রিয় হয়ে উঠেছে। আমার এই ব্যাপারটাই ভালো লাগে মোনালিসার। আর সেই কারণেই ওকে বেছে নেওয়া। ”

সানোজ আরও জানালেন, ”আমার পরবর্তী ছবি মণিপুর ডায়ারিজ। এই ছবিতে মোনালিসা সেকেন্ড লিড। এই চরিত্রের জন্য আমি ঠিক যেমন মেয়ে চেয়েছিলাম, মোনালিসা একেবারেই তাই। মহাকুম্ভ স্নানে অংশ নেওয়ার পাশাপাশি, মোনালিসা ও তাঁর পরিবারের সঙ্গে ছবি নিয়ে কথা বলব। মোনালিসা কিন্তু ছবিতে অভিনয় করতে ইচ্ছেপ্রকাশ করেছেন। এবার ওর সঙ্গে দেখা করে সব প্ল্যান করতে হবে। অন্তত, তিন থেকে চারমাস ওয়ার্কশপ করতে হবে। আসলে আমার অন্যান্য কাস্ট তৈরি। মার্চ মাস থেকেই ছবির শুটিং শুরু। তবে ওকে তৈরি করেই ক্যামেরার সামনে আনব।”

কোন চরিত্রে দেখা যাবে মোনালিসাকে?

সানোজ জানালেন, ”আমার এই ছবির গল্পে মণিপুরের অশান্ত পরিস্থিতি শুধুমাত্রই প্রেক্ষাপট হিসেবে থাকবে। তবে এক সুন্দর ভালবাসার গল্প বলবে এই ছবি। এক বড়লোক ঘরের ছেলের সঙ্গে গরীব ঘরের মেয়ের। মোনালিসাকে দেখা যাবে এক্স আর্মি অফিসারের মেয়ের চরিত্রে। মহাকুম্ভের স্নান সেরেই ইন্দোরে মোনালিসার বাড়ি যাব। ওর পরিবারের সঙ্গে সবরকম কথা সেরে নিয়েই ছবির কাজ শুরু করব।”

 

Next Article