রাত পোহালেই নোরা ফাতেহির জন্মদিন। তার আগেই এ কী ভয়ানক খবর ছড়িয়ে পড়ল নেটপাড়ায়? প্রয়াত নোরা ফাতেহি? পাহাড় থেকে বাঞ্জি জাম্প করতে গিয়ে আচমকা মৃত্যু! ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়ায় শোরগোল। এ কী কাণ্ড! এ কার ভিডিয়ো? সত্যি কি নোরা আর নেই। ৬ ফেব্রুয়ারি নোরা ফাতেহির জন্মদিন। এমনই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে এক মহিলা হার্নেস লাগিয়ে বাঞ্জি জাম্পিং করার সময় জ্ঞান হারান। সেই ভিডিয়োতেই লেখা রয়েছে, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহির দুর্ঘটনায় মৃত্যু। মুহূর্তে শোকের ছাড়া নেমে আসে নেট পাড়ায়। যদিও কিছুক্ষণের মধ্যেই সবটা স্পষ্ট হয়ে যায়। এই ভিডিয়ো নোরার নয়। তিনি সুস্থ আছেন। এটা একটি ভুয়ো খবর, যেখানে দাবি করা হচ্ছে নোরা মৃত।
বর্তমানে নোরা কনসার্ট নিয়ে ব্যস্ত রয়েছে। জন্মদিনে বিশেষ কী প্ল্যান তা সামনে আসেনি। তবে এই ভিডিয়ো যে ভুয়ো সেই খবর সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায় অনুরাগীদের। আচমকাই অভিনেতা-অভিনেত্রীদের ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়া নতুন নয়। অতীতে বহু অভিনেতার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। এবার নোরা ফাতেহির নাম ঘিরে চাঞ্চল্য।
যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি নোরা ফাতেহি। তবে তিনি যে এই ভিডিয়োতে থাকা মহিলা নন, তা নিশ্চিত। ফলে অনুরাগীদের বিচলিত হওয়ার কোনও কারণই নেই। যদিও বর্তমানে নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। জায়গা করে নিচ্ছে চর্চার কেন্দ্রে।