প্রয়াত হরনাথ চক্রবর্তী! হইহই পড়ে গেল টলিপাড়ায়, খবর রটতেই কী বললেন পরিচালক?
গত তিনদিনে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে, প্রয়াত পরিচালক হরনাথ চক্রবর্তী। এমন খবর ছড়িয়ে পড়ার চল টলিউডে নতুন নয়। এর আগে রঞ্জিত মল্লিক বা বিশ্বজিত্ চট্টোপাধ্যায় সম্পর্কে এমন খবর ছড়িয়ে পড়েছিল। কিছুদিন আগে প্রসেনজিত্ চট্টোপাধ্যায় একটা পোস্ট দিয়ে আশ্বস্ত করেন যে বিশ্বজিত্ সম্পর্কে ছড়িয়ে পড়া খবরটা সম্পূর্ণ ভুল।

গত তিনদিনে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে, প্রয়াত পরিচালক হরনাথ চক্রবর্তী। এমন খবর ছড়িয়ে পড়ার চল টলিউডে নতুন নয়। এর আগে রঞ্জিত মল্লিক বা বিশ্বজিত্ চট্টোপাধ্যায় সম্পর্কে এমন খবর ছড়িয়ে পড়েছিল। কিছুদিন আগে প্রসেনজিত্ চট্টোপাধ্যায় একটা পোস্ট দিয়ে আশ্বস্ত করেন যে বিশ্বজিত্ সম্পর্কে ছড়িয়ে পড়া খবরটা সম্পূর্ণ ভুল।
কে বা কারা এমন অদ্ভুত খবর রটালেন পরিচালক সম্পর্কে? TV9 বাংলার তরফে পরিচালককে যোগাযোগ করা হলে তিনি খোলসা করলেন, ‘আজকাল যে কোনও কিছু লিখে দিয়ে ভিউ বাড়ানোর প্রবণতা বাড়ছে। মানসিকভাবে অত্যন্ত আহত হয়েছি এমন খবরে। অশিক্ষিত কিছু মানুষ তথ্য যাচাই করার প্রয়োজন মনে করেন না। ধিক্কার জানাই এমন ইউটিউব চ্যানেলকে। আমার স্ত্রী রাজশ্রী চক্রবর্তী গত ১৮ তারিখ এসএসকেএম হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সেই খবর অনেকেই জানতে পেরেছিলেন। সেটা শোনার পরই হয়তো আমাকে নিয়ে এমন খবর রটিয়ে দেওয়া হয়েছে’।

এই সেই ভুয়ো পোস্ট যা নিয়ে শোরগোল।
একবার নয়, বারংবার এমন খবর রটিয়ে দেওয়া হচ্ছে বাংলা ছবির জগতের বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী বা পরিচালকদের নামে। বিষয়টার সত্যতা যাচাই করার জন্য তাঁদের ফোন করা হলে, বিষয়টা নিয়ে হতাশা প্রকাশ করছেন নামী ব্যক্তিত্বরা। তাঁদের পরিবারের মানুষদের হয়রানির শেষ থাকছে না। চেনা মানুষদের ফোন ধরে ঠিক তথ্য দেওয়ার দায়িত্ব সামলাতে গিয়ে তাঁরাও ক্লান্ত হয়ে পড়ছেন। আইনি পদক্ষেপ করা হচ্ছে না বলেই, কিছু মানুষ বারংবার একই কাণ্ড ঘটাতে পারছেন। তবে বেশি দিন যে এমনটা চলতে পারে না, সেটা স্পষ্ট হলো পরিচালকের কথায়।





