হাওয়ায় উড়ল নায়িকার ফ্রক, স্পষ্ট হল ‘থং প্যান্টি’! স্পট বয়ের নজর পড়তেই গণ্ডগোল! কী ঘটেছিল ‘পহেলা নেশা’র শুটিংয়ে?

'জো জিতা ওহি সিকন্দর'এর মতো স্পোর্টস ড্রামা বলিউডে আজ পর্যন্ত তৈরি হয়নি। তবে শুধুই ছবির গল্প নয়, ছবির গানও কালজয়ী। বিশেষ করে পহেলা নেশা গানটি তো এখনও বলিউডের সেরা প্রেমের গান। তবে জানেন কি? এই গানেরই একটি দৃশ্য বিতর্কের ঝড় তুলেছিল।

হাওয়ায় উড়ল নায়িকার ফ্রক, স্পষ্ট হল থং প্যান্টি! স্পট বয়ের নজর পড়তেই গণ্ডগোল! কী ঘটেছিল পহেলা নেশার শুটিংয়ে?

|

Aug 18, 2025 | 1:53 PM

সালটা ১৯৯২। মুক্তি পেয়েছিল আমির খান, আয়েশা জুলকা অভিনীত ছবি জো জিতা ওহি সিকন্দর। সেই সময় ছবিটি বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল। বিশেষ করে এই ছবির গল্পে স্পোর্টস, প্রেম, গরীব, বড়লোকের লড়াই থাকায়, ছবিটি সেই সময় আলোড়ন ফেলেছিল। বলা হয়, ‘জো জিতা ওহি সিকন্দর’এর মতো স্পোর্টস ড্রামা বলিউডে আজ পর্যন্ত তৈরি হয়নি। তবে শুধুই ছবির গল্প নয়, ছবির গানও কালজয়ী। বিশেষ করে পহেলা নেশা গানটি তো এখনও বলিউডের সেরা প্রেমের গান। তবে জানেন কি? এই গানেরই একটি দৃশ্য বিতর্কের ঝড় তুলেছিল। সমালোচনার মুখে পড়েছিলেন এই ছবির আরেক নায়িকা পূজা বেদি এবং পরিচালক মনসুর খান। কিন্তু এখানেই শেষ নয়, যে দৃশ্যের জন্য সমালোচিত হয়েছিলেন পূজা। সেই ছবির শুটিংয়েও বেঁধেছিল গণ্ডগোল।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। জো জিতা ওহি সিকন্দর ছবির পহেলা নেশা গানের একটি দৃশ্যে দেখা গিয়েছিল, লাল রঙের হাঁটু উচ্চতার ফ্রক পরে গাড়ির উপর দাঁড়িয়ে ছিলেন পূজা বেদি। হাওয়ার দাপটে উড়ছিল তাঁর লাল শর্ট ফ্রক। হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরলিন মনরোর কায়দায় পোশাক সামলাচ্ছিলেন পূজা। কিন্তু হাওয়ার দাপট এতটাই ছিল যে, স্পষ্ট হয়েছিল পূজার পরনের লাল থং প্যান্টি!

থং প্যান্টিতে ব্য়বহার হয় সরু স্ট্রিপ। সেই স্ট্রিপই কোমরের সঙ্গে জড়িয়ে, গোপনাঙ্গকে ঢেকে রাখে। মূলত, পাশ্চত্যে এই ধরনের অন্তর্বাসকে সঙ্গম পোশাক বলা হয়। কিন্তু সেই সময় এই ধরনের অন্তর্বাস পরে, পর্দায় মারত্মক সাহস দেখিয়ে ছিলেন পূজা বেদি। শোনা যায়, এই দৃশ্যের শুটিংয়ে পূজার শরীরে কৃত্রিম হাওয়া দেওয়ার দায়িত্বে ছিলেন যে স্পট বয়, ফ্রক উড়তেই তাঁর নজরে পড়ে সেই থং। পূজার যৌন আবেদনে সেদিন ঘাম ছুটেছিল শুটিং ফ্লোরেই অনেকেই। কিন্তু সেই স্পটবয় জ্ঞান হারান! যা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছিল বিনোদন ম্যাগাজিনে।