‘হ্যাপি থ্রি…’ ফারহান-শিবানীর সম্পর্কের সেলিব্রেশন
নিজেদের সম্পর্কের বিষয়ে কোনওদিনই লুকোচুরি করেননি ফারহান-শিবানী। কখনও ডিনার ডেট, কখনও বা বেড়াতে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করা মাস্ট। সম্পর্ককে স্বীকৃতিও দিয়েছিলেন সেভাবেই।
সম্পর্কের বয়স হল তিন বছর। আর এই পিডিএ সর্বস্ব যুগে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশন হবে না, তা আবার হয় নাকি? ঠিক এমন সেলিব্রেশনে মাতলেন ফারহান আখতার (Farhan Akhtar) এবং শিবানী দন্ডেকর (Shibani Dandekar)। প্রেমের তিন বছরের সেলিব্রেশনে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করলেন ফারহান।
নিজেদের সম্পর্কের বিষয়ে কোনওদিনই লুকোচুরি করেননি ফারহান-শিবানী। কখনও ডিনার ডেট, কখনও বা বেড়াতে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করা মাস্ট। সম্পর্ককে স্বীকৃতিও দিয়েছিলেন সেভাবেই। তিন বছর পূর্তিতে নিজেদের একটি ছবি শেয়ার করে ফারহান লিখেছেন, ‘হ্যাপি থ্রি’। এই জুটিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, হৃতিক রোশনের মতো বলি সেলেবরা।
View this post on Instagram
২০০০-এ অধুনা ভবানী আখতারকে বিয়ে করেছিলেন ফারহান। তাঁদের দুই কন্যা রয়েছে। আকিরা এবং শাক্যা আখতার। ২০১৭-এ ফারহান এবং অধুনার দাম্পত্য বিচ্ছেদ হয়ে যায়। শিবানীর সঙ্গে প্রেম এই বিচ্ছেদের একটি বড় কারণ। তবে বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করেননি তাঁরা। দুই মেয়ের দায়িত্বও সমান ভাবে পালন করছেন এই প্রাক্তন দম্পতি। অধুনা বেছে নিয়েছেন নিজের জীবন। ফারহানও শিবানীর সঙ্গে শুরু করেছেন জীবনের এক নতুন অধ্যায়।
আরও পড়ুন, দাদা হওয়ার পর তৈমুরকে নিয়ে অজস্র মিম সোশ্যাল মিডিয়ায়