করোনার দ্বিতীয় তরঙ্গে ছাড়খাড় গোটা ভারত। দিনে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর মিছিল শুরু হয়েছে। গোটা দেশে জ্বলছে চিতা। হাসপাতালে বেড নেই। অক্সিজেনের জন্য হাহাকার শুরু হয়েছে। বলি-তারকাদের অনেকেই এই সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। সোনু সুদ,সলমন খান, অজয় দেবগণ, অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া,অনুষ্কা শর্মা, দীপিকা পাডুকোন, রবিনা ট্যান্ডন এবং আরও অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার এগিয়ে এলেন ফারহান আখতার। একটি এনজিও-র সঙ্গে হাত মিলিয়ে তিনি বেনারসের কয়েকটি ঘাটের মানুষদের এবং করোনা-আক্রান্তদের খাবার সরবরাহের দায়িত্ব নিলেন।
গত ডিসেম্বরেই বেনারসের একজন পুরোহিত এবং তাঁর পরিবারের আশ্রয়ের সব ব্যব্স্থা করে দিয়েছিলেন ফারহান। কয়েক মাসের মধ্যেই করোনার থাবায় গোটা দেশে নাভিশ্বাস উঠেছে। ফারহান এনজিও সংস্থা ‘হোপ ফর ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর সঙ্গে হাত মিলিয়ে বেনারসে খাবার সরবারহের দায়িত্ব নিয়েছেন। সংস্থার সেক্রেটারি দিয়াংশু উপাধ্যায় জানিয়েছেন তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফারহান আখতারের কাছে ত্রাণের জন্য আর্জি জানিয়েছিলেন। ফারহান তৎক্ষণাৎ সেই আর্জিতে সাড়া দিয়েছেন। সেক্রেটারি জানিয়েছেন তারা শুধু যে করোনা আক্রান্তদের খাবারের ব্যবস্থা করছেন তা নয়। হরিশ্চন্দ্র এবং মণিকর্ণিকা শ্মশান ঘাটের মানুষদের খাবারের ভারও তারা নিয়েছেন। প্রতিদিন ১০০০ টা থালির ব্য়বস্থা করেন তারা। সেই থালিতে ভাত,রুটি, সবজি,ডাল,স্যালাড,বিস্কুূট দেওয়া হয়। সকালে আক্রান্তদের খাবার দেওয়া হলে রাতে শ্মশান ঘাটের মানুষদের খাবার সরবরাহ করা হয়। এই সরবরাহের কাজে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন ফারহান আখতার। সংস্থার তরফ থেকে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন সেক্রেটারি।
আরও পড়ুন:করোনা-ত্রাণে অমিতাভ বচ্চন দান করলেন ২ কোটি টাকা
করোনা পরিস্থিতির কথা ভেবে ফারহান সম্প্রতি তাঁর নতুন ছবি ‘তুফান’-এর ওটিটি রিলিজও পিছিয়ে দিয়েছেন। এই ছবি একজন বক্সারের জীবনী নিয়ে। এই ছবি করতে গিয়ে অনেক বক্সারের পাশে তিনি দাঁড়িয়েছন। আগের বছরও ফারহান ১০০০ টা পিপিই কিট সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের দান করেছিলেন।