সম্প্রতি বিয়ে হয়েছে আমির খানের মেয়ে ইরা খানের। প্রেমিক নূপুর শিখরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। সেই বিয়েতে উপস্থিত ছিলেন আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাও। অনেকটা একই রকম পোশাক পড়ে বিয়েতে আসতে দেখা গিয়েছে দু’জনকে। বোঝাই যায়, রিনা-কিরণের সঙ্গে আমিরের সম্পর্ক সাবলীল। বিয়ে ভাঙার পরও আমিরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন তাঁর দুই প্রাক্তন। কিন্তু যে অভিনেত্রীর জন্য কিরণ রাওয়ের সঙ্গে আমিরের সম্পর্ক ভাঙে, তাঁকে কোথাও দেখা যায়নি সেই বিয়েতে। শোনা যাচ্ছে, সেই অভিনেত্রীর সঙ্গে নাকি সম্পর্কটাই ভেঙে গিয়েছে আমিরের।
‘দঙ্গল’ এবং ‘থাগস অফ হিন্দুস্থান’ ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করেছিলেন একদা শিশুশিল্পী ফাতিমা সানা শেখ। ‘দঙ্গল’ ছবিতে আমির খানের কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই ফাতিমার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আমির। যে কারণে কিরণের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় তাঁর। সেই ফাতিমার সঙ্গে নাকি আর সম্পর্ক নেই আমিরের। এদিকে আমিরের কন্যা ইরার সঙ্গে ফাতিমার বন্ধুত্ব দারুণ। তাঁর বাগদানে হাজির ছিলেন ফাতিমা। কিন্তু বিয়েতে অনুপস্থিত থাকায় আমিরের সঙ্গে তাঁর বিচ্ছেদের জল্পনা তুঙ্গে ওঠে।
এদিকে বিয়ের সময় একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন ফাতিমা। সেই ছবি তিনি সম্প্রতি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। শুটিং সেটে শিল্পী-কলাকুশলীদের সঙ্গে সময় কাটিয়ে দারুণ অভিজ্ঞতাও হয়েছে তাঁর। তাঁদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ফাতিমা।