কেউ ৬০, কেউ ৪২, মধ্যবয়সে পৌঁছে বিয়ে করেছেন যে ছয় ফিমেল বলিস্টার

Dec 11, 2020 | 9:04 PM

1 / 7
কথায় বলে ভালবাসার কোনও বয়স হয় না। আর এই 'কথা'কেই বারেবারে প্রমাণ করে ছেড়েছেন ওঁরা। জীবনে ধাক্কা খেয়েছেন বহুবার। ধাক্কা খেয়েও আবার ঘুরে দাঁড়িয়েছেন ওঁরা। শুরু করেছেন নতুন ভাবে পথ চলা। ৪০-পেরিয়েই শুরু করেছেন জীবনের নতুন ইনিংস। সাত পাঁকে পড়েছেন বাঁধা। দেখে নিন, এমন ছয় বলি তারকাকে যাদের জীবনে মধ্যবয়সে লেগেছে ফাগের রং।

কথায় বলে ভালবাসার কোনও বয়স হয় না। আর এই 'কথা'কেই বারেবারে প্রমাণ করে ছেড়েছেন ওঁরা। জীবনে ধাক্কা খেয়েছেন বহুবার। ধাক্কা খেয়েও আবার ঘুরে দাঁড়িয়েছেন ওঁরা। শুরু করেছেন নতুন ভাবে পথ চলা। ৪০-পেরিয়েই শুরু করেছেন জীবনের নতুন ইনিংস। সাত পাঁকে পড়েছেন বাঁধা। দেখে নিন, এমন ছয় বলি তারকাকে যাদের জীবনে মধ্যবয়সে লেগেছে ফাগের রং।

2 / 7
সুহাসিনী মূলে 
তাঁর দক্ষ অভিনয় বারে বারেই মুগ্ধ করেছে তামাম সিনেপ্রেমীদের। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি। ২০১১ সালের ১৬ জানুয়ারি, ৬০ বছর বয়সে প্রথম বার সাতপাকে বাঁধা পড়েন তিনি। পাত্র অতুল গুরতুর তখন বয়স ছিল ৬৫। তাঁদের বিয়ে নিনে বহুলচর্চা হয়েছিল সে সময়। এমনকি বিয়ে দিতে এসে পুরুতমশাইও হকচকিয়ে গিয়েছিলেন। যদিও তাঁরা এ সবে পাত্তা দেননি বিশেষ।

সুহাসিনী মূলে তাঁর দক্ষ অভিনয় বারে বারেই মুগ্ধ করেছে তামাম সিনেপ্রেমীদের। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি। ২০১১ সালের ১৬ জানুয়ারি, ৬০ বছর বয়সে প্রথম বার সাতপাকে বাঁধা পড়েন তিনি। পাত্র অতুল গুরতুর তখন বয়স ছিল ৬৫। তাঁদের বিয়ে নিনে বহুলচর্চা হয়েছিল সে সময়। এমনকি বিয়ে দিতে এসে পুরুতমশাইও হকচকিয়ে গিয়েছিলেন। যদিও তাঁরা এ সবে পাত্তা দেননি বিশেষ।

3 / 7
নীনা গুপ্তা 
লেজেন্ড ক্রিকেটার ভিভ রিচারডসের সঙ্গে তাঁর প্রেম পূর্ণতা পায়নি। সন্তান মাসাবাকে নিয়ে একটা দীর্ঘ সময় একা কাটানোর পর মধ্যবয়সে আবারও ভালবাসা খুঁজে পান নীনা। ৫৪ বছর বয়সে ২০০৮ সালে বিবেক মেহরাকে বিয়ে করেন তিনি।

নীনা গুপ্তা লেজেন্ড ক্রিকেটার ভিভ রিচারডসের সঙ্গে তাঁর প্রেম পূর্ণতা পায়নি। সন্তান মাসাবাকে নিয়ে একটা দীর্ঘ সময় একা কাটানোর পর মধ্যবয়সে আবারও ভালবাসা খুঁজে পান নীনা। ৫৪ বছর বয়সে ২০০৮ সালে বিবেক মেহরাকে বিয়ে করেন তিনি।

4 / 7
ঊর্মিলা মাতন্ডকর 
বিতর্ক ছিল তাঁর জীবনের নিত্যসঙ্গী। জীবনে প্রেম যে আসেনি তা নয়। তবে তা স্থায়ী হয়নি। ৪২ বছরে এসে ঊর্মিলা তাঁর ভালবাসা খুঁজে পেয়েছিলেন কাশ্মীরের মহসিন আখতার মীরের মধ্যে। ২০১৬ সালে ৩ মার্চ বিয়ে করেন ঊর্মিলা এবং মহসিন। তাঁদের দেখা হয়েছিল ২০১৪ সালে। ফ্যাশ্ন ডিজাইনার মণীশ মলহোত্রর ভাইঝির বিয়েতে। সেখান থেকেই প্রেম এবং বিয়ে তথাকথিত 'বিয়ের বয়স' পেরিয়েই।

ঊর্মিলা মাতন্ডকর বিতর্ক ছিল তাঁর জীবনের নিত্যসঙ্গী। জীবনে প্রেম যে আসেনি তা নয়। তবে তা স্থায়ী হয়নি। ৪২ বছরে এসে ঊর্মিলা তাঁর ভালবাসা খুঁজে পেয়েছিলেন কাশ্মীরের মহসিন আখতার মীরের মধ্যে। ২০১৬ সালে ৩ মার্চ বিয়ে করেন ঊর্মিলা এবং মহসিন। তাঁদের দেখা হয়েছিল ২০১৪ সালে। ফ্যাশ্ন ডিজাইনার মণীশ মলহোত্রর ভাইঝির বিয়েতে। সেখান থেকেই প্রেম এবং বিয়ে তথাকথিত 'বিয়ের বয়স' পেরিয়েই।

5 / 7
প্রীতি জিন্টা 
বলিউড তাঁকে ভালবেসে ডাকে 'ডিম্পল গার্ল' বলে। তাঁর টোল পড়া হাসি, কথা বলার স্টাইল হিল্লোল জাগাত পুরুষহৃদয়ে। ব্যবসায়ী নেস ওয়াদিয়ার সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল প্রীতির। একসঙ্গে আইপিএল টিম কেনা থেকে শুরু করে, যাবতীয় ব্যক্তিগত এবং পেশাগত কাজকর্মের পার্টনার ছিলেন নেস। কিন্তু তাঁদের সম্পর্ক শেষ হয় তিক্ত ভাবে। ৪১-এ আবার প্রেমে পড়েন তিনি। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি জেন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি।

প্রীতি জিন্টা বলিউড তাঁকে ভালবেসে ডাকে 'ডিম্পল গার্ল' বলে। তাঁর টোল পড়া হাসি, কথা বলার স্টাইল হিল্লোল জাগাত পুরুষহৃদয়ে। ব্যবসায়ী নেস ওয়াদিয়ার সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল প্রীতির। একসঙ্গে আইপিএল টিম কেনা থেকে শুরু করে, যাবতীয় ব্যক্তিগত এবং পেশাগত কাজকর্মের পার্টনার ছিলেন নেস। কিন্তু তাঁদের সম্পর্ক শেষ হয় তিক্ত ভাবে। ৪১-এ আবার প্রেমে পড়েন তিনি। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি জেন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি।

6 / 7
লিসা রায় 
বাবা ছিলেন বাঙালি। মা পোল্যান্ডের বাসিন্দা। ২০০৯ সালে ক্যানসারে আক্রান্ত হন লিসা। ২০১০ সালে ক্যানসারকে হারিয়ে ২০১২ সালে তিনি বিয়ে করেন জ্যাসন ডেনিকে। তখন তাঁর বয়স ৪০।

লিসা রায় বাবা ছিলেন বাঙালি। মা পোল্যান্ডের বাসিন্দা। ২০০৯ সালে ক্যানসারে আক্রান্ত হন লিসা। ২০১০ সালে ক্যানসারকে হারিয়ে ২০১২ সালে তিনি বিয়ে করেন জ্যাসন ডেনিকে। তখন তাঁর বয়স ৪০।

7 / 7
ফারহা খান 
ছোটবেলায় করণ জোহরকে ভাল লাগত তাঁর। কিন্তু করণের সঙ্গে তাঁর সম্পর্ক এগোয়নি। বলিউডের এই কোরিওগ্রাফার এবং পরিচালক ৪০ পেরিয়েই বিয়ে করেন পরিচালক এবং এডিটর শিরীষ কুন্দ্রাকে। তাঁদের তিন সন্তান রয়েছে।

ফারহা খান ছোটবেলায় করণ জোহরকে ভাল লাগত তাঁর। কিন্তু করণের সঙ্গে তাঁর সম্পর্ক এগোয়নি। বলিউডের এই কোরিওগ্রাফার এবং পরিচালক ৪০ পেরিয়েই বিয়ে করেন পরিচালক এবং এডিটর শিরীষ কুন্দ্রাকে। তাঁদের তিন সন্তান রয়েছে।

Next Photo Gallery