মুম্বইয়ের ধারাভিতে AI ফিল্ম স্কুল! WAVES সম্মেলনে পরিকল্পনা ফাঁস করলেন শেখর কাপুর

বৃহস্পতিবার থেকে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে মোদীর উদ্যোগে সূচনা হল এই সামিটের। এই সম্মেলনেই পরিচালক শেখর কাপুরের সঙ্গে বিশেষ আলাপচারিতায় TV9 নেটওয়ার্কে এমডি ও সিইও বরুণ দাস।

|

May 01, 2025 | 8:43 PM

ভারতীয় সংস্কৃতিকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে আরও বেশি জনপ্রিয় করার জন্য এগিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্যোগেরই বহিঃপ্রকাশ ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট। বৃহস্পতিবার থেকে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে মোদীর উদ্যোগে সূচনা হল এই সামিটের। এই সম্মেলনেই পরিচালক শেখর কাপুরের সঙ্গে বিশেষ আলাপচারিতায় TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। এই আলোচনায় উঠে এল দেশের বিনোদুনিয়ার সঙ্গে জড়িত নানা গুরুত্বপূর্ণ দিক। আলোচনায় উঠে এল এআই ও তার ভবিষ্যতের কথা। এর পাশাপাশি মিস্টার ইন্ডিয়া, মাসুম খ্য়াত পরিচালক শেখর কাপুর জানালেন তাঁর এক ফিল্ম স্কুল তৈরির পরিকল্পনার কথা।

WAVES সম্মেলনের মঞ্চে শেখর কাপুর জানালেন, মুম্বইয়ের ধারাভিতে (বস্তি এলাকা) একটি মিউজিক স্কুল খুলেছেন তিনি। এই উদ্য়োগে তাঁর সঙ্গে রয়েছেন সঙ্গীত পরিচালক এর আর রহমান। যেখানে ধরাভির ছোট ছোট বাচ্চারা বিনামূল্যে সঙ্গীতের শিক্ষা পায়। আর এবার সেই ধারাভিতেই এআই ফিল্ম স্কুল বানানোর পরিকল্পনা রয়েছে। এআই প্রযুক্তিকে ব্যবহার করে কীভাবে সিনেমাকে আরও উন্নত করা যায়, তাই সেখানে হবে এই স্কুলে। শেখর কাপুরের কাছে এই AI সবচেয়ে লাভবান ডেমোক্র্যাটিক প্রযুক্তি।

 

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-

 

ভারতীয় সংস্কৃতিকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে আরও বেশি জনপ্রিয় করার জন্য এগিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্যোগেরই বহিঃপ্রকাশ ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট। বৃহস্পতিবার থেকে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে মোদীর উদ্যোগে সূচনা হল এই সামিটের। এই সম্মেলনেই পরিচালক শেখর কাপুরের সঙ্গে বিশেষ আলাপচারিতায় TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। এই আলোচনায় উঠে এল দেশের বিনোদুনিয়ার সঙ্গে জড়িত নানা গুরুত্বপূর্ণ দিক। আলোচনায় উঠে এল এআই ও তার ভবিষ্যতের কথা। এর পাশাপাশি মিস্টার ইন্ডিয়া, মাসুম খ্য়াত পরিচালক শেখর কাপুর জানালেন তাঁর এক ফিল্ম স্কুল তৈরির পরিকল্পনার কথা।

WAVES সম্মেলনের মঞ্চে শেখর কাপুর জানালেন, মুম্বইয়ের ধারাভিতে (বস্তি এলাকা) একটি মিউজিক স্কুল খুলেছেন তিনি। এই উদ্য়োগে তাঁর সঙ্গে রয়েছেন সঙ্গীত পরিচালক এর আর রহমান। যেখানে ধরাভির ছোট ছোট বাচ্চারা বিনামূল্যে সঙ্গীতের শিক্ষা পায়। আর এবার সেই ধারাভিতেই এআই ফিল্ম স্কুল বানানোর পরিকল্পনা রয়েছে। এআই প্রযুক্তিকে ব্যবহার করে কীভাবে সিনেমাকে আরও উন্নত করা যায়, তাই সেখানে হবে এই স্কুলে। শেখর কাপুরের কাছে এই AI সবচেয়ে লাভবান ডেমোক্র্যাটিক প্রযুক্তি।

 

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-