
নতুন করে ঝামেলায় পড়লেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। হঠাৎ করেই যে সুখের দিনে, বিপাকের খবর আসবে, তা তো আন্দাজও করতে পারেননি। ভেবেছিলেন ছেলেকে নিয়ে ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে সোশাল মিডিয়া কাঁপাবেন, ছবি তো তুললেন, কিন্তু কাঁপানোর আগেই বিপাকে। নাহ, এর সঙ্গে মেসির কোনও যোগ নেই। তিনি মুম্বইয়ে এসে শিল্পার পাশে দাঁড়িয়ে সুষ্ঠভাবে ছবি তুলেছেন। শিল্পা বিপাকে পড়েছেন তাঁর বেঙ্গালুরুর রেস্তোরাঁ নিয়ে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। শিল্পা ও তাঁর ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার মাথার উপর ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। এমনকী, দুজনের বিরুদ্ধেও জারি হয়েছে লুক আউট সার্কুলার। মোটামুটি বেশ কয়েক বছর ধরে আইনি জটিলতায় রয়েছেন শিল্পা। এবার বেঙ্গালুরুতে তাঁর ব্যাস্টিয়ন রেস্তোরাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর।
কর্ণাটক রাজ্য সরকারের তরফে রেস্তোরাঁ এবং পাব খোলা ও বন্ধ রাখার একটা সময়সীমা ধার্য করা হয়েছে। কিন্তু গত ১১ ডিসেম্বর এই রেস্তোরাঁয় গভীর রাত পর্যন্ত পার্টি চলায় বিপাকে পড়েছেন হোটেল কর্তৃপক্ষ। নিয়ম ভাঙার কারণে কর্ণাটকের পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় শিল্পা শেট্টির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকী, ম্যানেজারকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।