হেলমেট ছাড়া বাইক চালিয়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন! বিবেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

বিবেকের প্রসঙ্গে তাঁকে জানানো হলে চন্দ্রশেখরবাবু বলেন, “৫০০ টাকা জরিমানা ওঁর (বিবেক ওবেরয়) কিচ্ছু যাবে-আসবে না। পাঁচ কোটিতেও নয়। সমাজের শুভ ভাবাপন্ন মানুষদের উচিৎ ওঁকে বয়কট করা।”

হেলমেট ছাড়া বাইক চালিয়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন! বিবেকের বিরুদ্ধে এফআইআর দায়ের
হেলমেটহীন।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2021 | 3:28 PM

ও হামদাম সুনিয়ো রে…ও জানিয়া সুনিয়ো রে…।

কানে হেডফোন। ফুল দমে চলছে গান। বাইক দৌড়চ্ছে মেরিন ড্রাইভে। আর হাওয়ায় উড়ছে নায়কের সিল্কি চুল। ছবির নাম ‘সাঁথিয়া’। সিটে বসে বিবেক ওবেরয় (Vivek Oberoi)। আহা! সে কি সিন! সবই যেন পিকচার পারফেক্ট!

কিন্তু না সব ঠিক নেই, মানে ঠিক ছিল না। একটা ছোট্ট মিস আমাদের কারও চোখে পড়েনি সে সময়ে। তা হল বাইকআরোহীর মাথায় নেই কোনও হেলমেট। বিবেকের দংশন ছাড়া শুধুমাত্র ‘হিরোইজম’-এ ভেসে গিয়েছিল এক প্রজন্ম।

আরও পড়ুন প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় সারার, পুজোর আগেই রিলিজ হবে ‘অতরঙ্গি’ রে

গত বছর ২০ ডিসেম্বর আঠারো বছর পেরোল ‘সাঁথিয়া’। আর বিবেক ওবেরয় আবার করলেন ‘ও হামদাম’ গানের রিক্রিয়েট। আবার চালালেন বাইক। আবার সেই মেরিন ড্রাইভ। কিন্তু অবাক কান্ড এবারও তার মাথায় ছিল না হেলনেট। মুম্বইয়ে করোনায় জেরবার এমত পরিস্থিতিতে মুখে ছিল না মাস্কও। না কোনও প্রশ্ন অথবা শাস্তির মুখে পড়তে হয়নি বিবেককে।

View this post on Instagram

A post shared by Vivek Oberoi (@vivekoberoi)

তবে, বাংলা প্রবাদ বলে, ‘স্যাকরার ঠুকঠাক আর কামারের এক ঘা’। তা-ই শেষ রক্ষে হল না। ভ্যালেন্টাইন্স ডে-তে, অভিনেতা বিবেক ওবেরয় এক ভিডিও পোস্ট করেন। ক্যাপশানে লেখেন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভিডিওতে দেখা যায় তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা আলভা ওবেরয়কে সদ্য কেনা হার্লে ডেভিডসনের ব্যাক সিটে বসিয়ে এক রোমান্টিক রাইডে বেরিয়েছিলেন বিবেক। মাঝে পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করিয়ে সেলফিও তোলেন। ব্যাকগ্রাউন্ডে আবার সেই ‘সাঁথিয়া’র গানও বাজে। কিন্তু গোটা ভিডিওতে কোনও হেলমেটের দেখা মেলেনি। আর না ছিল পতি-পত্নির মুখে মাস্ক।

সে-ই ভিডিও পোস্ট করে সমস্যার মুখে পড়েন অভিনেতা। হেলমেট ও মাস্ক ছাড়া বাইক চালানোর জন্য ৫০০ টাকা জরিমানা ধার্য হয়। শুধু তা-ই নয় কোভিড প্যান্ডেমিক পরিস্থিতিতে মাস্ক না পরার জন্য ‘পি এম নরেন্দ্র মোদি’ ছবির অভিনেতার বিরুদ্ধে এফআইআর রুজুও হয়েছে।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিবেকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ (সরকারি কর্মী দ্বারা লাগু নির্দেশ অমান্য করা) এবং ২৬৯ ধারায় (মারণ রোগ ছড়ানোর ব্যাপারে অবহেলাসূচক কাজ) ধারায় দায়ের করা হয় অভিযোগ।

তিন বছর আগে নায়কের মাথায় হেলমেট কেন নেই? — এ প্রশ্ন তোলেন আসানসোলের শিক্ষক তথা সমাজকর্মী চন্দ্রশেখর কুণ্ডু। কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রককে এ মর্মেই এক রাশ অভিযোগ জানিয়ে ই-মেল পাঠান তিনি। ভারতীয় সিনেমার কোনও দৃশ্যে হেলমেটহীন আরোহী দেখা গেলেই তা কেটে বাদ দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। বিবেক প্রসঙ্গে তাঁকে জানানো হলে চন্দ্রশেখরবাবু বলেন, “৫০০ টাকা জরিমানা ওঁর (বিবেক ওবেরয়) কিচ্ছু যাবে-আসবে না। পাঁচ কোটিতেও নয়। সমাজের শুভ ভাবাপন্ন মানুষদের উচিৎ ওঁকে বয়কট করা।”