দীপু: ফুটবল, সংগ্রাম ও ভালবাসার গল্প, কোন খেলোয়াড়ের জীবনী এবার পর্দায়?

Feb 09, 2025 | 5:38 PM

Tollywood: বাংলার ফুটবলে তিনটি ক্লাব সবসময় সকলের মুখে মুখে—মোহনবাগান, ইস্টবেঙ্গল, এবং মোহামেডান স্পোটিং। এই তিন ক্লাবের জার্সিতে বিপক্ষের গোল কাঁপানো এক কিংবদন্তি ফুটবলার হলেন দিপেন্দু বিশ্বাস।

দীপু: ফুটবল, সংগ্রাম ও ভালবাসার গল্প, কোন খেলোয়াড়ের জীবনী এবার পর্দায়?

Follow Us

কলকাতা এবং ফুটবল—এই দুটি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাঙালির ফুটবল ভালবাসা সারা বিশ্বে পরিচিত। বাংলার ফুটবলে তিনটি ক্লাব সবসময় সকলের মুখে মুখে—মোহনবাগান, ইস্টবেঙ্গল, এবং মোহামেডান স্পোটিং। এই তিন ক্লাবের জার্সিতে বিপক্ষের গোল কাঁপানো এক কিংবদন্তি ফুটবলার হলেন দিপেন্দু বিশ্বাস।

দিপেন্দু বিশ্বাস শুধু বাংলার নয়, ভারতীয় ফুটবলের এক মেগাস্টার। ভারতীয় জাতীয় দলেও তাঁর অবদান রয়েছে। বর্তমানে তিনি মোহামেডান স্পোটিং ক্লাবের ফুটবল সেক্রেটারি। দিপেন্দু বিশ্বাসের ফুটবল কেরিয়ার এবং তাঁর অসংখ্য গোলের ইতিহাস সকলের জানা, কিন্তু তাঁর জীবনের এমন কিছু অজানা কাহিনি রয়েছে, যা ফুটবলপ্রেমীদের কাছে এখনও অজানা। তাঁর সেই কাহিনি নিয়েই আসছে নতুন ছবি “দীপু”।

ছবিতে ছোট দিপুর চরিত্রে অভিনয় করছেন আমন মুন্সি, আর কোচের ভূমিকায় থাকছেন সোহম চক্রবর্তী। ছবির লিড হিরোইন হিসেবে দেখা যাবে জনপ্রিয় সিঙ্গার বর্ষা সেনগুপ্ত, যিনি “কুলপি” ছবির গানে খ্যাতি অর্জন করেছেন। ছবিটি পরিচালনা করছেন টলিউডের প্রখ্যাত মিউজিক ডিরেক্টর শ্রী প্রীতম। ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হবে। ছবিতে  অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পরান বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল ব্যানার্জি, তুলিকা বসু, মৌসুমী সাহা, বিশ্বনাথ বসু, সুমিত গাঙ্গুলী, তমাল রায় চৌধুরী, দেব রঞ্জন নাগ, অনুশ্রী ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, সৌরভ চ্যাটার্জি প্রমুখ।