জিমেই কি হল বন্ধুত্ব?

শ্রাবন্তীর বর রোশন সিং এবং অভিনেতা যশ দাশগুপ্ত একসঙ্গে জিম করলেন রোশনের জিমখানায়। হঠাৎ এত জিম থাকতে শ্রাবন্তীর বরের জিমে ওয়ার্ক আউট করতে এলেন কেন যশ?

জিমেই কি হল বন্ধুত্ব?
রোশন-যশ
Follow Us:
| Updated on: Jan 23, 2021 | 7:05 PM

দু’জনের দেখা হল। না,কোনও মধুযামিনীতে নয়। দু’জনের দেখা হল জিমে! শ্রাবন্তীর বর রোশন সিং এবং অভিনেতা যশ দাশগুপ্ত একসঙ্গে জিম করলেন রোশনের জিমখানায়। রোশন যশ দাশগুপ্তের সঙ্গে নিজের ছবি পোস্ট করে ইনস্টাতে লিখেছেন “ যখন বন্ধুরা আসেন বন্ধুত্বপূর্ণ ওয়ার্ক আউট করতে।”

শ্রাবন্তীর বর রোশন সিং জিম ফ্রিক। রাসেল স্ট্রিটে নিজের জিমখানাও আছে। যশও যথেষ্ট শরীরসচেতন। রোশনের জিমেই ওয়ার্ক আউট করতে এসেছিলেন যশ। হঠাৎ এত জিম থাকতে শ্রাবন্তীর বরের জিমে ওয়ার্ক আউট করতে এলেন কেন যশ? শরীর সচেতনতাই কি দু’জনকে কাছাকাছি নিয়ে এল? তৈরি করল বন্ধুত্ব?

রোশন এবং যশ দু’জনেই বিতর্কিত পাকদণ্ডীতে এখন ঘুরপাক খাচ্ছে। দু’জনের বিপ্রতীপ অবস্থান! শোনা যাচ্ছে একজনের দাম্পত্য খাদের কিনারায়! অন্য জনের জীবনে নতুন প্রেম! যদিও এই প্রেম যদি আসে ভাঙনের পথ ধরেই আসবে। ইন্ডাস্ট্রিতে হাওয়ায় খবর, নুসরতযশ প্রেম করছেন। সম্প্রতি একসঙ্গে চুপি চুপি রাজস্থানে নাকি বেড়াতেও গিয়েছিলেন। ‘এস ও এস কলকাতা’ করার সময় থেকেই নাকি এই পরকীয়া প্রেমের শুরু! শোনা যাচ্ছে নুসরত, স্বামী নিখিল জৈনএর বাড়ি ছেড়ে এখন নিজের পাম অ্যাভিনিউর বাড়িতে থাকছেন। নুসরতনিখিলের বিয়ে তলানিতে। অন্যদিকে, শ্রাবন্তীরোশনের দাম্পত্যও টলমলে। শ্রাবন্তী, নিজের ছেলেকে নিয়ে এখন আলাদা থাকছেন। যদিও শ্রাবন্তী বা নুসরত কেউই নিজেদের বিয়ের ব্যাপারে কোনও কথা বলতে রাজি নন। কিন্তু জেরবার তাঁদের ‘পুরুষরা’।

আরও পড়ুন :নেমতন্ন পায়নি বচ্চন ফ্যামিলি! আর কে কে বাদ পড়লেন বরুণ ধাওয়ানের বিয়ে থেকে?

বিতর্কই কি দু’জনের বন্ধুত্বকে উসকে দিল? একসঙ্গে জিম করে, শরীরের ঘাম ঝরিয়ে মনের একটু ‘জ্বালা’ জুড়োতে চাইছেন নতুন এই দুই বন্ধু? ভবিষ্যতই বলবে।